এনটিভির লাইভ আড্ডায় প্রিয়াঙ্কা জামান

বাংলাদেশের এই জনপ্রিয় মডেল অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। এ যাবৎকালে নাটক,টেলিফিল্ম, মিউজিক ভিডিও করে আলোচনায় এসেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভক্ত অনুরাগীর সংখ্যাও বিপুল।একেকটি পোস্টে অনুরাগীদের ঢল দেখার মতো।
করোনার গৃহবন্দি এই সময়ে মানসিক অবসাদ থেকে মানুষকে মুক্তি দেওয়ার অভিনব উপায়ে হাজির হচ্ছেন তিনি। এনটিভি মালয়েশিয়ার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভ সেশনে প্রবাসীদের সাথে গল্প-আড্ডায় মেতে উঠবেন প্রিয়াঙ্কা।
প্রবাসীদের সাথে আড্ডা প্রসঙ্গে এনটিভিকে প্রিয়াঙ্কা জানান , প্রবাসীরা আমাদের রেমিটেন্স যোদ্ধা। তাদের আয়ে আমাদের দেশ চলে। আর আমাদের এই রেমিটেন্স যোদ্ধাদের অনেক কাজ কর্ম বন্ধ। মালয়েশিয়া করোনা পরিস্থিতি ভয়াবহ। সেখানে চলছে কঠোর লকডাউন।আর এই লকডাউনে তারা গৃহে অনেকটা বন্ধি। হতাশায় দিন কাটছে তাদের। প্রবাসীদের সাথে নিজেকে একটু যুক্ত করতে পারলে আমার খুব ভালো লাগবে। আমি মালয়েশিয়া এর আগে গিয়েছি। প্রবাসীদের কাছ থেকে দেখছি।
আমি বুঝি দুঃখ কষ্ট। আশা করি এই আড্ডায় মধ্যমে তারা হয়তো খানিকটা দুঃখ কষ্ট ভুলে যাবে। মনের কষ্ট গুলি শেয়ার করতে পারবে। এমন একটা অনুষ্ঠানে আমাকে যুক্ত করার জন্য এনটিভিকে আমি ধন্যবাদ জানাই। প্রবাসীরা আমার ভাই ,আমার বন্ধু ,আমি সত্যি প্রবাসীদের অনেক ভালোবাসি।
'সানডে নাইট উইথ প্রিয়াঙ্কা' শিরোনামের এই লাইভ সেশনটি দেখা যাবে আগামী ২২ই আগস্ট ২০২১, রবিবার। লাইভটি সম্প্রচারিত হবে বাংলাদেশ সময় রাত ৯ টা এবং মালয়েশিয়া সময় রাত ১১ টায়।
লাইভটিতে যুক্ত হয়ে অনুষ্ঠানটি উপভোগ করার জন্য প্রবাসীদের আমন্ত্রণ জানিয়েছে মডেল অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান।