কুয়ালালামপুরে বাংলাদেশি স্টুডেন্টস' অর্গানাইজেশনের সাধারণ সভা অনুষ্ঠিত

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন 'বাংলাদেশি স্টুডেন্টস' অর্গানাইজেশন মালয়েশিয়া (বিএসওএম)'-এর বার্ষিক পরিকল্পনা বৈঠক ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ জানুয়ারি, ২০২৪ (রবিবার) সন্ধ্যায় কুয়ালালামপুরস্থ হোটেল রসনা বিলাসের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির বর্তমান সভাপতি ইউনিভার্সিটি পূত্রা মালয়েশিয়ার শিক্ষার্থী আহমেদ রেজা।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসওএম-এর উপদেষ্টা ও সাবেক সদস্য সায়েদ মুহাম্মদ মিনহাজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি ইব্রাহিম হক চৌধুরী ও আলামিন মুন, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জিনাত তাবাসসুম এবং সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি বশির ইবনে জাফর।
মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিএসওএম এর কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীলদের উপস্থিতিতে উক্ত সভায় আগামী এক বছরের বিভিন্ন কর্ম পরিকল্পনা ও বাজেট উত্থাপন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মিনহাজ বলেন, প্রবাসে শিক্ষার্থীর সংগঠন মানে শুধুই সংগঠন নয় বরং এটি একটি স্বজাতির মধ্যকার সেতুবন্ধন রচনাকারী উদ্যোগ। এতে সম্পৃক্ত হওয়ার মধ্যদিয়ে শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও নিজেদের কর্মজীবনের বিভিন্ন যোগ্যতার প্রশিক্ষণ পেয়ে দক্ষতাকে আরেক ধাপ সামনে এগিয়ে নিতে পারে।
সভায় প্রধান অতিথি ছাড়াও সাবেক ও বর্তমান দায়িত্বশীলরা বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য প্রদান করেন।