মালয়েশিয়ার ক্যামেরন হাইল্যান্ড প্রদেশে সহজে মিলবে পাসপোর্ট সেবা
মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য পাসপোর্ট সেবা আরও সহজ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশ হাইকমিশন পোস্ট অফিসের পাশাপাশি পাহাং প্রদেশের ক্যামেরন হাইল্যান্ডস থেকে ই-পাসপোর্ট আবেদন গ্রহণ এবং হাতে হাতে পাসপোর্ট ডেলিভারি সার্ভিস ও কনস্যুলার সার্ভিস প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বুধবার (২৪ জুলাই) কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর প্রণব কুমার ভট্টাচার্য্যের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কনস্যুলার টিমের অস্থায়ী কার্যালয় ক্যামেরন হাইল্যান্ডসে থেকে পাসপোর্ট সংক্রান্ত সেবাটি গ্রহণ করার জন্য আগে থেকে অনলাইনে আবেদন করতে হবে। আগামী শনিবার (১০ আগস্ট) ও রোববার (১১ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাহাং প্রদেশের ক্যামেরন হাইল্যান্ডসে পাসপোর্ট সংগ্রহ করা যাবে। রিংলেট ৭ নম্বর মেইন রোডের নিয়ার কারি হাউসে পাসপোর্ট বিতরণ করা হবে।