কুয়ালালামপুরে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক ফ্যাশন কার্নিভাল-অ্যাওয়ার্ডস

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক ফ্যাশন কার্নিভাল ও প্রাইড অ্যাওয়ার্ডস (আইএফসিএ )-২০২৫।
বুধবার (২০ আগস্ট) রাজধানী কুয়ালালামপুরের বিলাসবহুল পাঁচতারকা হোটেল রয়্যাল চুলানে আন্তর্জাতিক ফ্যাশন কার্নিভাল ও অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত ভারতের হাইকমিশনার ডঃ বিএন রেড্ডি,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভিআরএল গ্রুপের চেয়ারম্যান আনন্দ শঙ্কেশ্বর, লন্ডনের জিনিয়াস অ্যাওয়ার্ড ও প্রিন্স মাল্টিমিডিয়া ইন্টার ন্যাশনালের কর্ণধার সুকান্ত সুমন, দাতো মিজান সহভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী শচীন,অভিনেতা সাই কুমার,অভিনেত্রী প্রেমা, বাংলাদেশসহ বিশ্বের ১১টিরও বেশি দেশের বিশিষ্ট ব্যক্তিত্ব, সেলিব্রিটি, উদ্যোক্তারা।
এ অনুষ্ঠানের আয়োজক ২০১৯ সালের মিসেস ইউনিভার্স চার্ম সুদা ভেঞ্চারস জানান, এই প্রোগ্রামটি আমরা প্রতি বছর করে থাকি। প্রথম প্রোগ্রামটি আমাদের দুবাই করেছি দ্বিতীয় প্রোগ্রামটি আমরা মালয়েশিয়া করেছি। অনুষ্ঠান সুন্দর ভাবে সফল করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আয়োজক সুদা ভেঞ্চারস জানান, স্টার ইউনিভার্স ২০২৫ বিউটি পেজেন্ট, যেখানে মিস ও মিসেস- এই দুইটি বিভাগে প্রতিযোগিতা হয়েছে। গ্র্যান্ড ফাইনালে সর্বমোট ১১ জন প্রতিযোগী ফাইনালে উঠেছে। বিচারক ও জুরি ভোটে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। মিস স্টার ইউনিভার্স ক্যাটাগরিতে মিস ঈশা দত্ত (দুবাই ) , মিসেস স্টার ইউনিভার্স ক্যাটাগরিতে ডঃ সাজিনা খান (দুবাই),মিসেস স্টার ইউনিভার্স ডায়মন্ড ক্যাটাগরিতে ইয়ুবা, মিসেস স্টার ইউনিভার্স সিলভার ক্যাটাগরিতে শিল্পা মালো (মালয়েশিয়া),মিস স্টার ইউনিভার্স ক্লাসিক ক্যাটাগরিতে অনন্যা আফরিন (বাংলাদেশ),মিস স্টার ইউনিভার্স ডায়মন্ড ক্যাটাগরিতে অথৈ আফরিন আকশা।
বিজয়ীদের মাথায় মুকুট পরিয়ে দেন এ অনুষ্ঠানের আয়োজক ২০১৯ সালের মিসেস ইউনিভার্স চার্ম সুদা ভেঞ্চারস। এর পাশাপাশি উদ্যোক্তা, পরিবর্তনশীল নেতা এবং দৃঢ়প্রতিজ্ঞ পরিবর্তন সাধকদের, যারা ফ্যাশন, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং সামাজিক কল্যাণের মতো খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের দেয়া হয় ইন্টারন্যাশনাল প্রাইড অ্যাওয়ার্ডস। শিল্প উন্নয়ন বিভাগে দাতিন মারিয়াটি (মালয়েশিয়া),আন্তজার্তিক ফ্যাশন কোরিওগ্রাফিতে পিয়াল হোসেন (আমেরিকা),আইটি বিভাগে ওরাকল ডিরেক্টর ভুবন (ভারত), ও প্রবাসে সেরা সংগঠক হিসাবে সাংবাদিক কায়সার হামিদ হান্নানকে ইন্টারন্যাশনাল প্রাইড অ্যাওয়ার্ডস প্রদান করা হয়।