মালয়েশিয়ায় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মালয়েশিয়ায় যথযোগ্য মর্যাদায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে পালিত হয়েঠে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন, অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, এক মিনিট নিরবতা পালন, বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া, বাণী পাঠ, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভার মধ্যদিয়ে পালিত হয় এবারের অনুষ্ঠান।
বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব রেহানা পারভীনের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারওয়ার।
সভাপতির বক্তব্যে হাইকমিশনার বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভাষা আন্দোলনের বীর শহীদ এবং মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগ স্বীকার করা ত্রিশ লাখ শহীদ এবং ২ লাখ বীরঙ্গনার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, ভাষা আন্দোলন দেশের চূড়ান্ত স্বাধীনতার পথ প্রশস্ত করেছে।
তিনি সকলকে বাংলাদেশের প্রকৃত ইতিহাস জানতে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে আরও কঠোর পরিশ্রম করার আহ্বান জানান।
অনুষ্ঠানে রাষ্ট্রপতির বাণী পাঠ করেন পাঠ করেন বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (শ্রম) মো. নাজমুস সাদাত সেলিম, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করেন শ্রম কাউন্সেলর মোহাম্মদ জহিরুল ইসলাম, পররাষ্ট্র মন্ত্রী বাণী পাঠ করেন কাউন্সেলর (রাজনৈতিক) ও দূতালয় প্রধান ফারহানা আহমেদ চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) মিয়া মুহাম্মদ কিয়ামুদ্দিন।
অনুষ্ঠানে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাইকমিশনের প্রশাসনিক কর্মকর্তা মাহমুদ মিয়া।
এসময় আন্তর্জাতিক মাতৃভাষার উপর নির্মিত একটি প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের শেষাংশে চাইনিজ ভাষায় বক্তব্য রাখেন স্থানীয় নাগরিক।
অনুষ্ঠানে হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন, মালয়েশিয়া আওয়ামী লীগ, শ্রমিক লীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, প্রবাসী অধিকার পরিসদের নেতা-কর্মীরা।