মালয়েশিয়ার চিফ অব প্রটোকলে বাংলাদেশি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকল দাতুক মোহাম্মদ এ্যানি বিন আতানের ও দেশটিতে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান। ছবিঃ সংগ্রহীত
মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকল দাতুক মোহাম্মদ এ্যানি বিন আতানের কাছে দেশটিতে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান তার পরিচয়পত্রের অনুলিপি পেশ করেছেন।
মঙ্গলবার (২৪ অক্টোবর) মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকলের দপ্তরে বাংলাদেশি নবনিযুক্ত হাইকমিশনার তার পরিচয়পত্র পেশ করেন।
কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন জানায়, পরিচয়পত্র পেশ করতে গিয়ে চিফ অব প্রটোকল ও হাইকমিশনের মধ্যে হওয়া কার্টেসি বৈঠকে উভয়পক্ষ দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ কনরে। এ সময় হাইকমিশনের কাউন্সিলর (রাজনৈতিক) ফারহান আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।