মালয়েশিয়ায় ‘ইন্টারন্যাশনাল প্রাইড অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক কায়সার হামিদ হান্নান

দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নানকে মালয়েশিয়ায় সাংবাদিক ও সেরা সংগঠক হিসেবে ‘ইন্টারন্যাশনাল প্রাইড অ্যাওয়ার্ডস’ প্রদান করা হয়েছে।
শুক্রবার (২০ অগাস্ট) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পাঁচ তারকা হোটেল রয়াল চুলানে এক অনুষ্ঠানে তাকে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রবাসী সাংবাদিক কায়সার হামিদ হান্নানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন স্টার ইউনিভার্সের কর্ণধার ও ২০১৯ সালের মিসেস ইউনিভার্স চার্ম সুদা ভেঞ্চারস ও জনপ্রিয় প্রযোজক সুকান্ত সুমন।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত ভারতের হাইকমিশনার ড. বি এন রেড্ডি, ভিআরএল গ্রুপের চেয়ারম্যান আনন্দ শঙ্কেশ্বর, ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী শচীন, অভিনেতা সাই কুমার এবং অভিনেত্রী প্রেমাসহ বাংলাদেশের অন্য তারকারা। ইন্টারন্যাশনাল প্রাইড অ্যাওয়ার্ডস-এর জুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী প্রবাসে মাঠ পর্যায়ে সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কায়সার হামিদ হান্নানকে ইন্টারন্যাশনাল প্রাইড অ্যাওয়ার্ডস-২০২৫-এর জন্য মনোনীত করা হয়েছে।
তাছাড়া এ বছরেই নেপালের কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ইয়াক্যাংতে এক অনুষ্ঠানে লন্ডনের ‘জিনিয়াস অ্যাওয়ার্ড’ প্রদান করা হয় তাকে।

প্রবাসী সাংবাদিক কায়সার হামিদ হান্নান স্কুলজীবনেই ফ্রিল্যান্স সাংবাদিকতার মাধ্যমে লেখালেখি শুরু করেন। চাঁদপুরের দৈনিক চাঁদপুর কণ্ঠ আয়োজিত বিষয়ভিত্তিক লেখা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে জেলার সেরা লেখক নির্বাচিত হন। স্কুলজীবন থেকেই সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি স্কাউটিংয়ের মাধ্যমে স্কাউট লিডার হন। চাঁদপুরের বিদ্যাপীঠ হাজীগঞ্জ মডেল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে ২০০৯ সালে উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়ার উইন্ডফিল্ড ইন্টারন্যাশনাল কলেজে ভর্তি হন। মালয়েশিয়ায় বিবিএ শেষ করেন। প্রবাসে পড়াশোনা ও সাংবাদিকতার পাশাপাশি মালয়েশিয়ায় কর্মরত বিদেশী শ্রমিকদের কল্যাণে নিয়োজিত ফরেন ওয়ার্কার ওয়েলফেয়ার ম্যানেজমেন্ট সেন্টারে বাংলাদেশী কনসালটেন্ট হিসেবে দু’ বছর কাজ করেন। বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমে কাজ করেছেন স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে। আমার দেশ, যায়যায়দিন পত্রিকায়ও তিনি কিছু দিন কাজ করেছেন। মালয়েশিয়া থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলার কথা ও প্রবাসী দিনকাল পত্রিকার সম্পাদনাও করেন তিনি। বর্তমানে তিনি মাসিক ম্যাগাজিন দিশারীর সম্পাদক ও প্রকাশক। সেইসাথে মালয়েশিয়া কে এইচ প্রোডাকশন হাউসের কর্ণধার। বর্তমানে তিনি বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের সহ-সভাপতি হিসেবে নিয়োজিত রয়েছেন।
সাংবাদিক কায়সার হামিদ হান্নান তার কর্মগুণে ২০২২ সালে মালয়েশিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইয়াং বারবাহগিয়া, তানশ্রী-দাতুশ্রী ড. সৈয়দ হামিদ আলবারের হাত থেকে রেড লাইভ-জ্যাশ এশিয়ান অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন। এছাড়া তিনি মালয়েশিয়ায় বিভিন্ন সময়ে ‘ফার্স্ট অ্যাচিভার্স অ্যাওয়ার্ড’, ‘বিএমএসএস গোল্ডেন অ্যাওয়ার্ড’, বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের হাত থেকে ‘রিয়েল হিরো অ্যাওয়ার্ড’ গ্রহণ করেছেন।
কায়সার হামিদ হান্নান চাঁদপুর জেলা হাজীগঞ্জ উপজেলা গোগরা গ্রামের কৃতি সন্তান। দু’ ভাই-বোনের মধ্যে তিনি মেঝো।