পুনর্নির্বাচনে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
এক অভিনন্দন বার্তায় তিনি লেখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে চতুর্থ মেয়াদে শপথ গ্রহণ করায় মালয়েশিয়ার সরকার ও জনগণের পক্ষ থেকে আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই।
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে আপনার মেয়াদে, আপনি এক দশকেরও বেশি শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে আপনার দেশকে অসাধারণভাবে পরিচালনা করেছেন এবং নিশ্চিত করেছেন যে, বাংলাদেশ এশিয়ার অন্যতম সাফল্যের নজির হিসাবে আবির্ভূত হয়েছে।’
আনোয়ার ইব্রাহিম আরও উল্লেখ করেন যে মালয়েশিয়া বাংলাদেশের সাথে উষ্ণ ও সোহার্দ্যপূর্ণ সম্পর্ককে সম্মান দেয়।তিনি বলেন আমাদের দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক, আমাদের অভিন্নতা এবং একই মুল্যবোধ,আমাদের জনগণকে ব্যাপকভাবে উপকৃত করছে। যা আরও শক্তিশালী করার জন্য আমি আপনার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আগ্রহী।