শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে প্রবাসীদের কাজ করার আহ্বান
![](https://malaysia.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/04/30/shamim_ahsan_01.jpg?itok=AH26jeX2×tamp=1714465394)
সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নিপুণতার সাথে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সাল নাগাদ স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে নিপুনতা ও দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে সকল প্রবাসীদের এক যুগে কাজ করার আহ্বান জানান হাইকমিশনার মো. শামীম আহসান।
রবিবার (২৮ এপ্রিল) রাজধানী কুয়ালামপুর ক্লাব আমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন মালয়েশিয়া (ডুয়াম) কর্তৃক অনুষ্ঠিত মেগা ইভেন্টে প্রধান অতিথির বক্তব্য তিনি এই কথা বলেন।
তিনি আরও বলেন আমি একজন গর্বিত ঢাবিয়ান এরকম একটি চমৎকার আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশি এক্সিলেন্স এ্যাওয়ার্ড প্রাপ্ত সকলকে অভিনন্দন জানান এবং তাদের কাজ দ্বারা যেভাবে পজিটিভ বাংলাদেশকে ব্র্যান্ডিং করছেন তার ভুয়সী প্রসংশা করেন।
শামীম আহসান আরও বলেন, ডুয়াম যখন আমাকে অনুষ্ঠানে আসার আমন্ত্রণ করে তখন আমি না করতে পারিনি। কারণ আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয় একটি গর্বের জায়গা। যেখান থেকে শিক্ষার্থীরা লেখাপড়া শেষ করে বড় একটি অংশ বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন এবং দিচ্ছেন।
উল্লেখ্য, হাই কমিশনার মোঃ শামীম আহসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের এর পলিটিকাল সাইন্স ডিপার্টমেন্ট হতে ফার্স্ট ক্লাস ফার্স্ট রেজাল্ট নিয়ে ব্যাচেলর এবং মাস্টার্স সম্পন্ন করেন।