মালয়েশিয়ায় নাসিমা আক্তার নিশাসহ ১২ নারী উদ্যোক্তাকে সংবর্ধনা প্রদান

নারী উদ্যোক্তাদের সংগঠন উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট (উই ) এর প্রতিষ্ঠাতা ও সভাপতি নাসিমা আক্তার নিশা সহ দেশের ১২ নারী উদোক্তারাকে সংবর্ধনা দিয়েছে উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট (উই) মালয়েশিয়া শাখা।
সোমবার (১১ জুন) সন্ধ্যায় রাজধানীর কুয়ালালামপুরের আমপাং এ ক্লাউড সিক্সটিন হলে এই সংবর্ধনা প্রদান করা হয়।
এই সময় মালয়েশিয়া নারী উদ্যোক্তা ও দেশ থেকে আসা নারী উদোক্তাদের নিয়ে কেক কেটে শুভেচ্ছা বিনিময় করেন উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট (উই)-এর মালয়েশিয়ার প্রধান পাপিয়া আক্তার।
উই মালয়েশিয়া শাখার সদস্য নিয়ান সাহা ও কো -অর্ডিনেটর সাদিয়া জাহান অয়নের সঞ্চালনায় পাপিয়া আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উই এর প্রতিষ্ঠাতা ও সভাপতি নাসিমা আক্তার নিসা।
এক সংকিপ্ত বক্তব্যে প্রবাসী নারী উদ্যোক্তাদের উদ্দেশে উই এর সভাপতি নাসিমা আক্তার নিশা বলেন, আমরা শুধু দেশিপণ্য, দেশিপণ্যের উদ্যোক্তা এবং তাদের দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করতে চেয়েছি সবসময়।
এখানে শুধু দেশিপণ্যের উদ্যোক্তাদের নিঃস্বার্থভাবে সাপোর্ট দেওয়া হয় এজন্য উই এতো দ্রুত এগিয়েছে। ফেসবুক ভিত্তিক এই প্ল্যাটফর্ম উই এখন ১৩ লাখের বেশি সদস্যের পরিবার। যাদের প্রায় সবাই দেশি পণ্যের উদ্যোক্তা।
সবশেষে মালয়েশিয়ার প্রবাসী নারী উদ্যোক্তারা তাদের পরিবেশিত খাবার পরিবেশন করেন।