মালয়েশিয়ায় ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন ধর্মপ্রাণ মুসল্লিরা

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়ায় উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এ বছর বাংলাদেশ ও মালয়েশিয়ায় একই দিনে ঈদ উদযাপন হচ্ছে।
দেশটিতে লাখো প্রবাসী বাংলাদেশি রয়েছেন, যারা পরিবার থেকে দূরে সহকর্মীদের সঙ্গে ঈদ উদযাপন করেছেন।
সোমবার (৩১ মার্চ) স্থানীয় সময় সকাল ৮টায় জাতীয় মসজিদ নেগারায় দেশের সবচেয়ে বড় জামায়াত অনুষ্ঠিত হয়েছে। তবে কুয়ালালামপুরের হাং তুয়াহ এলাকায় অবস্থিত আল বুখারি মসজিদে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
এছাড়া টিটিওয়াংসা, বুকিত বিনতাং, পুচং, কেপং, শাহ আলম, ক্লাংসহ বিভিন্ন স্থানে প্রবাসী বাংলাদেশিরা ঈদের নামাজ আদায় করেছেন। ঈদের জামাতে মালয়েশিয়ানদের পাশাপাশি বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়া, ব্রুনেইসহ বিভিন্ন দেশের মুসলিমরা নামাজ আদায় করেন।
মালয়েশিয়ার জাতীয় মসজিদ নেগারায় ঈদের খুতবায় মুসলিম উম্মাহর মধ্যে সম্পর্ক উন্নয়ন, পারস্পরিক ভালোবাসা ও শ্রদ্ধাবোধ বজায় রাখা, সহনশীলতা ও ঐক্যকে দৃঢ় করার আহ্বান জানানো হয়।
মসজিদ উইলিয়া পারসাতুয়ান (জালান দাতা)-এ মুসল্লিদের সঙ্গে নামাজ আদায় করেন মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও মন্ত্রিপরিষদের সদস্যরা।
নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও মন্ত্রিপরিষদের সদস্যরা।
প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম ঈদুল ফিতরের বার্তায় বলেন, মুসলিমদের পারস্পরিক শ্রদ্ধা ও সহানুভূতি বজায় রাখতে হবে। মালয়েশিয়ার বিভিন্ন জাতি ও ধর্মের মানুষের সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়ে তোলার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, পারস্পরিক শ্রদ্ধা, সহানুভূতি ও দয়া ছাড়া কোনো জাতি কাঙ্ক্ষিত শান্তি ও স্থিতিশীলতা অর্জন করতে পারে না।
মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান প্রবাসী বাংলাদেশি ও মালয়েশিয়ান নাগরিকসহ সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি দেশে অবস্থিত প্রবাসীদের পরিবারের সদস্যদেরও শুভেচ্ছা জানান।