মালয়েশিয়ায় এমএইচ গ্লোবাল ট্রাভেল এজেন্সির শুভ উদ্ভোধন

মালয়েশিয়া প্রবাসীদের জন্য সুলভ মুল্যে টিকিট বিক্রি সহ উন্নত সার্ভিসের প্রতিশ্রতিতে রাজধানী কুয়ালালামপুরের প্রানকেন্দ্র কেএল সেন্ট্রালে চালু হয়েছে বাংলাদেশি মালিকানাধীন এমএইচ গ্লোবাল ট্রাভেল এসডিএন বিএইচডি।
সোমবার বিকেলে আছর বাদ প্রবাসীদের অংশগ্রহণে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে মিলাদ ও দোয়া মাহফিলের শেষে ফিতা কেটে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে, ১২০ নং ওয়ান এ, জালান তুন সামবানথাহান, ব্রিকফিল্ড কুয়ালালামপুর সেট্রাল।

এমএইচ গ্লোবাল ট্রাভেল এসডিএন বিএইচডি এর ম্যানেজিং ডাইরেক্টর হাজী আবু হানিফ মোল্লা বলেন, প্রবাসীদের দেশে আসা যাওয়ার জন্য বিমান টিকিট সিন্ডিকেটের কারণে দাম এখন আকাশচুম্বী। তাছাড়া প্রবাসীরা পছন্দ মত টিকিট সংগ্রহ করতে নানা জটিলতা ও ভোগান্তির শিকার হচ্ছেন। আমার অন্যন্যা ব্যবসার পাশাপাশি ট্রাভেল এজেন্সি প্রতিষ্ঠার মাধ্যমে সাধারন প্রবাসীর ভোগান্তি লাগবের উদ্যেগ নিয়েছি। আমরা চেষ্টা করবো যত কম সুলভ মূল্যে প্রবাসীর ঘাম ভেজা অর্থের বিনিময়ে টিকিট তাদের হাতে তুলে দিতে।
অনুষ্ঠানে আগত প্রবাসীরা বলেন, কলিং ভিসার কর্মীদের কারণে ঢাকা থেকে কুয়ালালামপুরের শুধু ওয়ানওয়ে টিকিটের দাম প্রায় ৫০ হাজার টাকার কাছাকাছি। অথচ কিছু দিন আগেও ছিল ১০ থেকে ১৫ হাজার টাকার কাছাকাছি। তাছাড়া টিকিট ক্রয় করতেও নানা ভোগান্তি পোহাতে হয়। তাই আমরা আশা করবো বাংলাদেশি মালিকানাধীন এমএইচ গ্লোবাল ট্রাভেল টিকিট বুকিং, হোটেল বুকিং ও পরিবহনে সর্বোচ্চ আন্তরিক সার্ভিস ও সেবা দিয়ে আমাদের রেমিট্যান্স যোদ্ধাদের কল্যানে কাজ করবে।

এসময় উদ্ভোদনী অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী ,এইচএমএস হর্ডি রিসোর্স এসডিএন বিএইচডি এর পরিচালক মো. মনির মোল্লা, রাইজিং বিডি বে এসডিএন বিএইচডি এর এমডি মো. মঞ্জু খা, আরসিএম এসডিএন বিএইচডি এর পরিচালক মো. কবির হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন, ওকে ভিশন এসডিএন বিএইচডি এর মিজানুর রহমান। বিশিষ্ঠ ব্যবসায়ী মো. ফয়সাল ও আজিজ মোল্লাসহ প্রায় শতাধিক প্রবাসীবৃন্দ।