মালয়েশিয়াস্থ নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মালয়েশিয়াস্থ নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী ফোরামের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের বুকিত বিন্তানের ভি আইপি পিঠাঘরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আমজাদ হোসেন মৃধার সভাপতিত্বে সঞ্চালনা করেন সিনিয়র সহ সভাপতি আবু ওবায়দা। অনুষ্ঠানে প্রধান অতিথ ছিলেন মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান, বিশেষ অথিতি ছিলেন মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম শাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল্লাহ জাহিদ, সহ-সাধারণ সম্পাদক কাজী সালাহউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন ও বিএনপি নেতা জসিম উদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সাইফুল ইসলাম, নারায়নগঞ্জ জেলা যুবদলের আহবায়ক সাদিকুর রহমান, সেরদাং যুবদলের সাবেক সভাপতি নাজমুল হাসান,সিমুনিয়া মহানগর যুবদলের সাধারণ সম্পাদক শেখ মোঃ সেলিম,নারায়ণগঞ্জ ফোরামের উপদেষ্টা মো. বকুল,দ্বীন ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ,সাংগঠনিক সম্পাদক কারিমুল্লাহ।
উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের আবু কাউছার ভূঁইয়া, কুয়ালালামপুর মহানগর যুবদলের সাবেক নেতা সাজ্জাদুর রহমান ও সোহানুর রহমান। কুয়ালালামপুর মহানগর যুবদল তেকে মেহেদী হাসান, মাঝি মিরাজও রাসেল রানা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইফতিহা ইমন বাপ্পি,বাবু সরকার, নারায়ণগঞ্জ ফোরামের উপদেষ্টা মনির হোসেন, আব্দুল লতিফ, মো: কামাল, মোমেন আসিফ, আবুল হোসেন,রাকিবুল, সিরিষ আলি,আবু তালেব সহ শতাধিক নেতাকর্মী।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,আরফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন মো: মাঝি মিরাজ।