মালয়েশিয়ায় পুচং মাজু জায়ায় বাংলাদেশি রেস্টুরেন্ট উদ্বোধন

মালয়েশিয়া প্রবাসীদের সুলভ মূল্যে দেশীয় খাবারের স্বাদ দিতে বাংলাদেশি মালিকানাধীন দেশি মাজু রেস্টুরেন্ট উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায়, ফিতা কেটে রেস্টুরেন্টটি উদ্বোধন করেন পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের সরকার দলীয় সংসদ সদস্য ও নৌ পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এস এম শাহজাদা। এই সময় উপস্থিত ছিলেন পুচং মাজু জায়ার বাংলাদেশি কমিউনিটি এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
রেস্টুরেন্টটির কর্ণধার পটুয়াখালী জেলার কৃতি সন্তান মোঃ আলামিন ও মোঃ আউয়াল জানান মালয়েশিয়া সকল প্রবাসী ভাইদের কমদামে, মানসম্মত টাটকা ও সুস্বাধু পরিচ্ছন্ন খাবার পরিবেশনের জন্য আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ। আন্তরিকতা ও সুন্দর ব্যাবহার করে কাস্টমারদের সর্বোত্তম সেবা করা আমাদের প্রচেষ্টা থাকবে। রেস্টুরেন্ট কতৃপক্ষ প্রবাসীদের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

পরিশেষে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের সরকার দলীয় সংসদ সদস্য ও নৌ পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এস এম শাহজাদাকে মালেশিয়াস্ত পটুয়াখালী প্রবাসীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
উদ্বোধন শেষে দেশ, জাতি ও মৃসরিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।