মালয়েশিয়ার কেএল সেন্ট্রালে রেস্টুরেন্ট আয়ান শুভ উদ্ভোধন

দেশী বিদেশী পর্যটকদের কথা মাথায় রেখে মালয়েশিয়ায় শুভ উদ্ভোধন হলো রেস্টুরেন্ট আয়ান।
বৃহ:স্পতিবার (১৮ জানুয়ারী) কুয়ালালামপুরের কেএল সেন্ট্রালের ব্রিফফিল্ড এর জালান বিবেকানন্দ সড়কে রেস্টুরেন্ট আয়ানের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধন উপলক্ষে তিন শতাধিক প্রবাসির মাঝে বিনামুল্যে খাবার বিতরন করা হয়।রেস্টুরেন্ট উদ্ভোধন কালে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী মির্জা সালাউদ্দিন ,এসএম বশির আলম, হেলাল শিকদারসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রবাসী বাংলাদেশীরা।
রেস্টুরেন্ট আয়ানের কর্ণধার খুলনা ফুলতলার মেয়ে রুবি খান জানান, দেশীয় স্বাদের সব ধরনের খাবারের পাশাপাশি কাবাব ও গ্রীল পাওয়া যাবে এখানে।
প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত খোলা থাকবে এ রেস্তোরা। গুনগত মান বজায় রেখে খাবার পরিবেশন করা হবে বলেও জানান তিনি।