অর্থনৈতিক সম্পর্ক জোরদারে মালয়েশিয়ায় বিএমসিসিআই প্রতিনিধি দল

মালয়েশিয়ার সাথে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে বর্তমানে মালয়েশিয়া সফরে রয়েছেন বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিএমসিসিআই) একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। গত ২০ ফেব্রুয়ারি বিএমসিসিআই প্রেসিডেন্ট শাব্বির আহমেদ খানের নেতৃত্বে মালয়েশিয়া সফর করেছে দলটি।
প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন বিএমসিসিআই’র সহ-সভাপতি মাহবুবুল আলম, মহাসচিব মোতাহের হোসেন খান, যুগ্ম মহাসচি রুবাইয়াত আহসান, পরিচালক মাহবুব আলম শাহ, বিএমসিসিআই এর সাবেক সভাপতি সৈয়দ মোয়াজ্জম হোসেন। বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষও প্রতিনিধিদলের বৈঠকগুলিতে উপস্থিত ছিলেন।
বিএমসিসিআই প্রতিনিধি দল মালয়েশিয়া ডিজিটাল ইকোনমিক কর্পোরেশন (এমডিইসি), মালয়েশিয়া এক্সটার্নাল ট্রেড ডেভেলপমেন্ট কর্পোরেশন (এমএটিআরএডিই), মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস (এমআইএইচএএস), সেক্রেটারিয়েট, মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিল (এমএইচটিসি), এডুকেশন গ্লোবাল মালয়েশিয়ার (ইএমজিএস) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগকে বৃদ্ধি করে ভ্রাতৃপ্রতীম দুদেশের মধ্যকার শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার নিরলস প্রচেষ্টার অংশ হিসেবে বিএমসিসিআই প্রতিনিধি দলের এই বাণিজ্যিক সফর।
এছাড়াও প্রতিনিধিদলের লক্ষ্য দুদেশের মধ্যকার সাংস্কৃতিক মূল্যবোধের বিনিময়, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই দুই ভ্রাতৃপ্রতীম দেশের জনগণের মধ্যে সংযোগ স্থাপন করা।
মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার ব্যবসায়িক সম্পর্ককে অভূতপূর্ব পর্যায়ে উন্নীত করার জন্য বিএমসিসিআই প্রতিনিধি দলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং একসঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন।
কারিগরী দক্ষতার শীর্ষস্থানে অবস্থান করা মালয়েশিয়ার অভিজ্ঞতা এবং জ্ঞান দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ অর্জনের স্বপ্ন বাস্তবায়নে বিএমসিসিআই প্রতিনিধিদল মালয়েশিয়া ডিজিটাল ইকোনমিক কর্পোরেশনের (এমডিইসি) সাথে দেখা করেন।
মালয়েশিয়ার ক্রমবর্ধমান সেমিকন্ডাক্টর শিল্পের অগ্রযাত্রায় অংশ নিতে বাংলাদেশের শ্রম-দক্ষতা উন্নয়নে সহায়তা করার জন্য তাঁরা আলোচনা করেন।
কারন এই সেমিকন্ডাক্টর ও মাইক্রোচিপ শিল্পে কাজ করার জন্য দক্ষ প্রকৌশলীর অভাব রয়েছে এবং বাংলাদেশ মালয়েশিয়ার সহযোগীতায় দক্ষ প্রকৌশলী তৈরি করে এই খাত সংশ্লিষ্ট শিল্পে দক্ষ জনশক্তি রপ্তানীর সুযোগ নিতে পারে।
এমডিইসি সক্রিয়ভাবে বিবেচনা করার জন্য উভয় প্রস্তাবই গ্রহণ করেছে এবং শীঘ্রই একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে এবং স্মার্ট বাংলাদেশ গঠন ও দক্ষ জনশক্তি রপ্তানির সম্ভাবনা মূল্যায়ন নিয়ে দুই দেশের সরকারকে কাজ করার প্রস্তাব দেবে।
এমএটিআরএডিই বাংলাদেশে রফতানি করার জন্য বাংলাদেশ উপযোগী পণ্য নির্বাচন করার জন্য গবেষণা করবে। আর একইসাথে রফতানি বাড়াতে বাংলাদেশের উচিত বাইরের বিশ্ব হতে মালয়েশিয়ার আমদানিকৃত পণ্য ও চাহিদা চিহ্নিত করে একইমানের পণ্য রপ্তানীর উদ্যোগ গ্রহন করা।
মালয়েশিয়া প্রায় ৩০০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য আমদানি করে এবং বাংলাদেশ হতে মাত্র ৩৭১ মিলিয়ন মার্কিন ডলার আমদানি করে থাকে। বিএমসিসিআই ও এডুকেশন গ্লোবাল মালয়েশিয়ার (ইএমজিএস) মধ্যে বৈঠকটিতে মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের মুখোমুখি হওয়া চ্যালেঞ্জগুলো বিস্তারিত তুলে ধরা হয়। এডুকেশন গ্লোবাল মালয়েশিয়া (ইএমজিএস) বাংলাদেশের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় শিক্ষার্থীদের সরাসরি সহায়তা করার জন্য বাংলাদেশে একটি অফিস স্থাপনের পরিকল্পনা করেছে।
বাংলাদেশি শিক্ষার্থীরা ভিসা সেবা সহজ করা, মালয়েশিয়ায় পড়াশোনা শেষে কাজের সুযোগ ও মালয়েশিয়াতেই ইন্টার্নশিপের সুযোগ করে দেয়ার জন্য প্রতিনিধিদল এডুকেশন গ্লোবাল মালয়েশিয়ার (ইএমজিএস) সক্রিয় ভূমিকা কামনা করেন। মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস (এমআইএইচএএস) প্রতিনিধিদের সাথে বৈঠকে আসন্ন সেপ্টেম্বরের মেলায় বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণের উপর গুরুত্ব আরোপ করা হয়।
মেলায় বাংলাদেশ প্যাভিলিয়নের পরিকল্পনা, প্রচারমূলক কার্যক্রম এবং সামগ্রিক সমন্বয়ের জন্য বিএমসিসিআই-কে বাংলাদেশে একমাত্র প্রতিনিধিত্বকারী সংস্থা হিসেবে বিবেচনার বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস (এমআইএইচএএস) কর্তৃপক্ষ বাংলাদেশের অংশগ্রহানকারীদের সহযোগীতার জন্য বিএমসিসিআই-কে সক্রিয় ভূমিকা রাখতে আহবান জানায় এবং এ সম্পর্কিত যোগাযোগে সব ধরনের সহায়তার প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে চিকিৎসা পর্যটনকে আরো সহজ ও গতিশীল করার উদ্দেশ্যে মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিলের (এমএইচটিসি) প্রতিনিধিদের সাথে আলোচনা করেন বিএমসিসিআই প্রতিনিধিদল।

প্রতিনিধিদল রোগীদের সহায়তার জন্য একটি বিএমসিসিআই অফিসে একটি ডেস্ক স্থাপনের প্রস্তাব করেছে, এবং চিকিৎসা পর্যটনকে আরো উন্নত করার জন্য একসাথে কাজ করার প্রস্তাব করেছে। মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিল (এমএইচটিসি) এই প্রস্তাবে আগ্রহ প্রকাশ করে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। মালয়েশিয়ান ট্যুরিজম প্রোমোশন বোর্ড (এমটিপিবি)-এর সাথে বিএমসিসিআই প্রতিনিধি দল আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে মালয়েশিয়ার সাথে পর্যটন কেন্দ্রীক সম্পর্ক বাড়ানোর বিষয়ে আলোচনা করে।
বাংলাদেশের পর্যটন উন্নয়নে মালয়েশিয়ার সহযোগিতা এবং বাংলাদেশ হতে আরো অধিক হারে পর্যটক আকর্ষণের জন্য মালয়েশিয়ার পর্যটন শিল্প বিষয়ক প্রচারণা ও এই ক্ষেত্রে দুটি সংস্থার মধ্যকার গভীর সমন্বয় স্থাপন। এজন্য সরকার, বেসরকারী খাত এবং ব্যবসায়িক সংগঠনের মধ্যে সমন্বয়ের মাধ্যমে সম্পর্ক আরো জোরদার করার উপর গুরুত্ব দেওয়া হয়।
এছাড়াও মালয়েশিয়া ট্যুরিজম প্রমোশন বোর্ড বাংলাদেশে মালয়েশিয়ার জাতীয় দিবস উদযাপনের জন্য একটি বৃহৎ সাংস্কৃতিক দল এবং ফুড ফেস্টিভ্যালের জন্য শেফ পাঠানোর মাধ্যমে সাংস্কৃতিক মূল্যবোধের বিনিময় শুরু করতে সহযোগিতার আশ্বাস দেয়।