লা লিগা ইয়ুথ টুর্নামেন্ট-এ বাংলাদেশের অনূর্ধ্ব-১৬ ফুটবল দল ব্যবস্থাপনার দায়িত্বে হ্যালো সুপারস্টারস

বিশ্ববিখ্যাত স্পেনের লা লিগা এবার প্রথমবারের মতো মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য লা লিগা ইয়ুথ টুর্নামেন্ট ২০২৫-এ বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছে। বাংলাদেশ থেকে বাছাইয়ের মাধ্যমে সেরাদের নিয়ে অনূর্ধ্ব-১৬ ফুটবল দল গঠন এবং প্রতিনিধিত্বের দায়িত্ব পেয়েছে হ্যালো সুপারস্টারস।
মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য লা লিগা ইয়ুথ টুর্নামেন্ট ২০২৫-এ অংশগ্রহণের সুযোগ পাচ্ছে বাংলাদেশের বাছাইকৃত অনূর্ধ্ব ১৬ ফুটবল দল, বাছাই প্রক্রিয়া ও ব্যবস্থাপনার দায়িত্বে হ্যালো সুপারস্টারস।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে রচিত হতে যাচ্ছে এক নতুন ইতিহাস! বিশ্ববিখ্যাত স্পেনের লা লিগা এবার প্রথমবারের মতো মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য লা লিগা ইয়ুথ টুর্নামেন্ট ২০২৫-এ বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছে। বাংলাদেশ থেকে বাছাইয়ের মাধ্যমে সেরাদের নিয়ে অনূর্ধ্ব-১৬ ফুটবল দল গঠন এবং প্রতিনিধিত্বের দায়িত্ব পেয়েছে হ্যালো সুপারস্টারস। গত ২ মে লা লিগা ইয়ুথ টুর্নামেন্ট ২০২৫ মালয়েশিয়ার পরিচালক ড্যানিয়েল ওং অফিসিয়ালি হ্যালো সুপারস্টারসের প্রতিষ্ঠাতা ড. কামরুল আহসানকে এ আয়োজনে সম্পৃক্ত হওয়ার আমন্ত্রণ জানান।
জনপ্রিয় সোশ্যাল মিডিয়া মোবাইল এপ্লিকেশন হ্যালো সুপারস্টারস অ্যাপের ই-ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের মাধ্যমের দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা মেধাবী ও দক্ষ ফুটবলারদের সুচারু বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত সেরা ১৬ (বয়স ১৪ থেকে ১৬) জনের সমন্বয়ে গঠিত ফুটবল দলটি সম্পূর্ণ বিনা খরচে লা লিগা ইয়ুথ টুর্নামেন্ট ২০২৫-এ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে উড়াল দেবে মালয়েশিয়ায়। বাংলাদেশ প্রথমবারের মতো যুক্ত হলেও বর্তমানে ও বিগত দিনগুলোতে জাপান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, পাকিস্তান, চীন, ফিলিপাইন, ভারত ও মালদ্বীপসহ এশিয়ার ফুটবল পরাশক্তিরা এ আয়োজনে অংশগ্রহণকারী দল।
আগামী ১ জুন থেকে ১৭ জুন পর্যন্ত বাংলাদেশে চলবে বাছাই প্রতিযোগিতা, এ বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণকারীরা এককভাবে ও দলীয়ভাবে অংশগ্রহণ করতে পারবেন। এককভাবে অংশগ্রহণ করার ক্ষেত্রে গুগল প্লে ষ্টোর থেকে Hello Superstars অ্যাপ ডাউনলোড করে লা লিগা ইয়ুথ টুর্নামেন্ট ২০২৫-এ রেজিস্ট্রেশন করত তার ফুটবল দক্ষতার ৪০ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করার মাধ্যমে বিনামূল্যে আবেদন করতে হবে। আবেদনকারীদের মধ্যে সেরা খেলোয়াড়দের বাছাই করে পরবর্তীতে মাঠ পর্যায়ে প্রতিযোগিতার মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে।
তাছাড়া দলীয়ভাবে যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, একাডেমি www.hellosuperstars.com ওয়েবসাইটে লা লিগা ইয়ুথ টুর্নামেন্ট ২০২৫-এ বিনামূল্যে রেজিস্ট্রেশন করে অংশগ্রহণ করতে পারবেন। উভয় ক্ষেত্রে রেজিস্ট্রেশনের শেষ তারিখ ২৫ মে ২০২৫। হ্যলো সুপারস্টারসের তত্ত্বাবধানে বাছাই প্রক্রিয়ায় বিচারক হিসেবে থাকবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তিনজন সাবেক অধিনায়ক কায়সার হামিদ, জাহিদ হাসান এমিলি ও মামুনুল ইসলাম মামুন।
হ্যালো সুপারস্টারসের প্রতিষ্ঠাতা ড. কামরুল আহসান বলেন, তিনি আন্তর্জাতিক অঙ্গনে ব্যক্তিগত সম্পর্কের মাধ্যমে লা লিগা ইয়ুথ টুর্নামেন্ট ২০২৫-এ বাংলাদেশের হয়ে একটি দল অংশগ্রহণের ব্যবস্থা করেন, যা বাংলাদেশের ফুটবল অঙ্গনে একটি মাইলফলক পদক্ষেপ হয়ে থাকবে, অদূর ভবিষ্যতে বাংলাদেশে লা লিগা ইয়ুথ টুর্নামেন্ট ২০২৫-এর আয়োজন করার জোর চেষ্টা চালাচ্ছেন।