খালেদা জিয়ার সুস্থতা কামনায় মালয়েশিয়া বিএনপির দোয়া মাহফিল
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়ার মাহফিল আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মালয়েশিয়া
রবিবার (৩০ জুন) বাদ মাগরিব রাজধানী কুয়ালালামপুরের হাংতুয়া মসজিদ আল বোখারিতে অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত এবং জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন হাফেজ মাওলানা মহি উদ্দিন।
এসময় বিএনপি মালয়েশিয়া নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মালয়েশিয়া বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন, যুগ্ন- সাধারণ ফজলুল করিম সোহরাব, মো. কাজী সালাউদ্দিন, সহ- অর্থ সম্পাদক এম এ কালাম, সহ- দপ্তর সম্পাদক হাবিবুর রহমান শিশির, বিএনপি নেতা, ফরহাদ হোসেন, ইঞ্জিনিয়ার শাহজালাল, আনোয়ার পারভেজ, জিয়া কাজী, ইমন হাসান, ইসমাইল মজুমদার, বিএনপি সদস্য ও যুবদল নেতা জসীম উদ্দিন, শাহজাহান হাওলাদার,ইসমাইল আকন্দ, কাজী সোহেল মাহমুদ, মঞ্জুর আলী, সাইদুর রহমান বাবু, আক্তার হোসেন, আক্তার গাজী, বেলাল হোসেন, আমির হোসেন আমু, রিয়াজ, জাসাস নেতা আসাদুজ্জামান মাসুমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মিলাদ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে মালয়েশিয়া বিএনপির নেতৃবৃন্দ বলেন, একটি স্বাধীন দেশের মানুষ মতপ্রকাশের অধিকার পায় ভোটের মাধ্যমে, কিন্তু সেই অধিকার এই দেশ থেকে কেড়ে নিয়েছে বর্তমান ফ্যাসিবাদী সরকার। এই সরকার যত দিন ক্ষমতায় আছে, তত দিন শুধু ভোট নয়, খাদ্য, জীবন, জ্বালানি কোনো কিছুরই নিরাপত্তা নেই। তাই খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান মালয়েশিয়া বিএনপির নেতারা।
দোয়া মাহফিলে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরাও অংশগ্রহণ করেন।