প্রবাসে আন্দোলনে না জড়ানোর আহবান জানিয়েছেন মালয়েশিয়া আওয়ামীলীগ
![](https://malaysia.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/07/26/awamilig_3.jpg?itok=9H8ACeVw×tamp=1721976412)
প্রবাসীদের সার্বিক নিরাপত্তা ও মঙ্গলের কথা চিন্তা করে দেশের ইস্যু নিয়ে প্রবাসে কোন আন্দোলন ও অপপ্রচার না করার জন্য আহবান জানিয়েছেন মালয়েশিয়া আওয়ামীলীগ ও তার অংগ সংগঠন। বর্তমানে বাংলাদেশে কার্ফু জারির পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় প্রবাসের কোন আন্দোলন করে আইনি জটিলতায় না জড়ানোর আহবান জানান দলটি।
গতকাল রাত বুধবার (২৪ জুলাই) ৮ টার সময় রাজধানী কুয়ালালামপুরের বুকিতবিনতাং এ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ আহবান করেন মালয়েশিয়া আওয়ামীলীগ।
এসময় উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি দাতু সেরী কামরুজ্জামান কামাল, মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না, সাবেক যুগ্ম আহবায়ক জসীমউদ্দিন চৌধুরী, সহ সভাপতি কাইয়ুম সরকার, দাতু আক্তার হোসেন। মনিরুজ্জামান মনির, সাঈদুর রহমান সরকার, এ আর মো. মামুন, এম এম রোসি, আউয়াল রুম্মান, তারেক চৌধুরী, আনিছুর রহমান রিপন, মওদুদ মোল্লা, এইচ এম জুয়েলসহ দলের নেতা কর্মী বৃন্দ ।
এসময় তারা আরও বলেন, বিদেশের মাটিতে সবাই শান্তি পূর্ণ ভাবে সহাবস্থান করার স্বার্থে যে দেশে অবস্থান করছেন সে দেশের আইন ও নিয়ম কানুন মেনে চলাই উত্তম । ইতিমধ্যে দুবাই তে প্রবাসীদের আন্দোলন করার দায়ে ৫৭ জন বাংলাদেশীর যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে।
বাংলাদেশের বিদ্যমান কোন ইস্যু নিয়ে প্রবাসের মাটিতে কোন আন্দোলন, বিক্ষোভ, সমাবেশ, মানববন্ধন থেকে সবাইকে বিরত থাকতে হবে। কারণ মালয়েশিয়ার নাগরিকরা ভিনদেশিদের এসব বিক্ষোভ আন্দোলন ভাল চোখে দেখে না। তাছাড়া দেশটিতে বিদেশি নাগরিকদের আন্দোলন, বিক্ষোভ, সমাবেশ, মানববন্ধন সম্পূর্ণ নিষিদ্ধ।