মালয়েশিয়ায় বিএনপি নেতার মৃত্যুতে যুবদলের শোকসভা
মালয়েশিয়া বাংলাদেশি মার্কেট খ্যাত কোতারায়ার ব্যবসায়ী ও নোয়াখালী সমিতি মালয়েশিয়ার সাংগঠনিক সম্পাদক এবং মালয়েশিয়া বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ আল মামুন লিটনের স্মরণে আলোচনা ও শোকসভা করেছে মালয়েশিয়া যুবদল।
গত ( ৮ নভেম্বর) বাদ জুম্মা রাজধানী কুয়ালালামপুরের বুকিতবিনতাং এর বাংলাদেশি মসজিদে এ সভা অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়া যুবদলের সভাপতি মো.জাহাঙ্গীর আলম খান এর সভাপতিত্বে সার্বিক পরিচালনা করেন মালয়েশিয়া যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মিনহাজ মন্ডল।
পবিত্র কোরআন তেলাওয়াত ও মিলাদ পরিচালনা করেন বুকিতবিনতাং বাংলাদেশি মসজিদের খতিব হাফেজ মোহাম্মদ সাদ্দাম হোসেন। এসময় শোকসভায় বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রয়াত মো. আবদুল্লাহ আল মামুন লিটনের কর্ম ও জীবনের স্মৃতিচারণ করেন উপস্থিত নেতাকর্মী বৃন্দ।
উক্ত শোকসভায় উপস্থিত ছিলেন মালয়েশিয়া কুয়ালালামপুর মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি মো. মেহেদী হাসান, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মো. রাসেল রানা, মহানগর যুবদলের সহ সভাপতি মো. তুহিন শেখ, কুয়ালালামপুর মহানগর যুবদলের সহ সভাপতি মোঃ মোশারফ, কুয়ালালামপুর মহানগর যুবদলের সহ সভাপতি আব্দুর রাজ্জাক মধু, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. শাহীন আলম।
সভায় আর উপস্থিত ছিলেন মসজিদ ইন্ডিয়া শাখা যুবদলের সহ সভাপতি মো. শামীম উল্লাহ। এনবিএল ও সাতক্ষীরা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদ আলম কাজল।
আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো, সদ্য প্রয়াত বিএনপি নেতা আবদুল্লাহ আল মামুন লিটনের আত্মার মাগফেরাত কামনা এবং সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা, রাষ্ট্র নায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়েছে।