অনলাইনে শিক্ষামেলা করবে মালয়েশিয়ার ১০ সরকারি বিশ্ববিদ্যালয়
মালয়েশিয়ায় পড়াশোনা করার নানা সুযোগ-সুবিধা বাংলাদেশি শিক্ষার্থীদের জানাতে অনলাইনে শিক্ষামেলা করতে যাচ্ছে দেশটির ১০ পাবলিক বিশ্ববিদ্যালয়।
আগামী ১৪ থেকে ১৬ অগাস্ট মালয়েশিয়ার ১০টি সরকারি বিশ্ববিদ্যালয়কে নিয়ে অনলাইনে শিক্ষামেলার আয়োজন করতে যাচ্ছে ‘এইমস এডুকেশন সলিউশন’।
যেখানে শিক্ষার্থীরা সরাসরি অনলাইনে ইউনিভার্সিটি প্রতিনিধিদের সাথে কথা বলে নিজেদের ভর্তি নিশ্চিত করতে পারবেন বলে জানান প্রতিষ্ঠানটির পরিচালক আবুল কালাম আজাদ।
তিনি জানান, বাংলাদেশ থেকে প্রতি বছর বহু শিক্ষার্থী উচ্চশিক্ষা নিতে বিদেশ যান। গত একযুগ ধরে বাংলাদেশি শিক্ষার্থীদের পছন্দের কয়েকটি দেশের মাঝে প্রিয় নাম মালয়েশিয়া যাদের ৫টি ইউনিভার্সিটি কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ ২০০ এর মধ্যে অবস্থান করছে। সঠিক তথ্য ও গাইড লাইনের অভাব এবং কিছু অসাধু এজেন্টের কারনে ভালো ফলাফল করা শিক্ষার্থীরা নাম সর্বস্ব প্রতিষ্ঠানে ভর্তির মাধ্যমে প্রতারিত হচ্ছেন।
যেমন জিপিএ ৩.৫ এর উপরে থাকলে একজন শিক্ষার্থী মালয়েশিয়ার কোন না কোন সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন। অথচ জিপিএ ৫ থাকা সত্ত্বেও অনেক শিক্ষার্থীকে নাম সর্বস্ব কলেজে ভর্তি করিয়ে প্রতারণা করা হয়। এ সমস্যা থেকে উত্তরণে মালয়েশিয়ার সেরা দশটি সরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে এই অনলাইন শিক্ষামেলার আয়োজন।
তিনি আরো জানান, শিক্ষার্থীরা www.aimsedusolution.com ভিসিট করে মেলায় অংশগ্রহণ করতে পারবে”
যে বিশ্ববিদ্যালয়গুলো অনলাইন মেলায় অংশ নেবে সেগুলো হলো- ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া, ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া, ইউনিভার্সিটি টেকিনিক্যাল মালয়েশিয়া মেলাকা, ইউনিভার্সিটি মালয়েশিয়া তেরেঙ্গানু, ইউনিভার্সিটি পেনডিডিকান সুলতান ইদ্রিস, মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি মালয়েশিয়া পাহাং, ইউনিভার্সিটি মালয়েশিয়া পারলিস, ইউনিভার্সিটি সাইন্স ইসলাম মালয়েশিয়া ও ইউনিভার্সিটি টেকনোলজি পেট্রোলিয়াম।