মালয়েশিয়ায় বাংলাদেশি স্টুডেন্ট ইউনিয়নের অভিষেক ও ইফতার মাহফিল

নতুন কমিটির অভিষেক উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশী স্টুডেন্টস ইউনিয়ন মালয়েশিয়া (বিএসইউএম)।
মঙ্গলবার (১৯ এপ্রিল) রাজধানী কুয়ালালামপুরের জি টাওয়ারে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান তিলাওয়াত, বাংলাদেশের এবং মালয়েশিয়ায় জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
বাংলাদেশী স্টুডেন্টস ইউনিয়ন মালয়েশিয়া (বিএসইউএম) এর নব নির্বাচিত সভাপতি আলমগীর চৌধুরী আকাশের সভাপতিত্বে কমিটির সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস তুষ্টি এবং হেড অফ স্কিল ডেভেলপমেন্ট মোহাম্মদ ওসমান ফারহান আল-হারুন এর অনুষ্ঠান পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বোর্ড এর হেড অফ রিসার্চ এন্ড পাবলিকেশন্স ড. আবেদিন আদেমি আদেওয়েল।

তিনি বলেন বাংলাদেশীদের সাথে আমার অন্তরের সম্পর্ক। আমি যার অধীনে পিএইচডি সম্পন্ন করেছি তিনি ছিলেন বাংলাদেশী।আমাকে তিনি সন্তানের মত দেখতেন। আমার অধীনে অনেক বাংলাদেশী পিএইচডি ও মাস্টার্স সম্পন্ন করেছে এবং এখন তারা সুনামের সাথে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কাজ করছে। তিনি বাংলাদেশী স্টুডেন্টস ইউনিয়ন মালয়েশিয়ার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতের জন্য শুভ কামনা জানান। তিনি ভবিষ্যতে বাংলাদেশ ভ্রমণের ইচ্ছা প্রকাশ করেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএসইউএমের উপদেষ্টা মাহ্শা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. আবুল বাশার, সুরাইয়া নাহার, বিএসইউএমের সাবেক সভাপতি ডঃ ফয়জুল হক, জহিরুল ইসলাম, সদ্য বিদায়ী ২০২১ কমিটির সভাপতি মোহাম্মদ বোরহান উদ্দীন।

এছাড়াও আরোও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী মোহাম্মদ মোশাররফ হোসেন, রাশেদ বাদল,আইআইইউ এম ছাত্র সংসদের সভাপতি মোহাম্মদ দারউইশ সহ প্রায় ১৫টি দেশের ছাত্রছাত্রীবৃন্দ। আগত অতিথিরা বাংলাদেশী স্টুডেন্ট ইউনিয়নের সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে বিদায়ী সভাপতি মোহাম্মদ বোরহান উদ্দীন এবং গত কমিটির সেরা এক্সিকিউটিভ মোঃ আল মামুন,জহিরুল ইসলাম, কাজী আফিফা খাতুন,জান্নাতুল ফেরদৌস তুষ্টি,তাহমিনা বারী রিনি, মাইদুল ইসলাম, তাকি উল্লাহ, গাজী আবু হোরায়রা, মোঃ ইশতিয়াক আহমেদ ভুইয়া, হামিদুর রহমানকে ক্রেস্ট এবং সার্টফিকেট দিয়ে সম্মাননা জানান বিএসইউএমের সাবেক সভাপতি ড. ফয়জুল হক, জহিরুল ইসলাম এবং বর্তমান সভাপতি আলমগীর চৌধুরী আকাশ। সেই সাথে নতুন কমিটিকে শপথ পাঠ করা হয়।