মালয়েশিয়ায় উচ্চশিক্ষা: প্রস্তুতি নিবেন যেভাবে

উন্নত শিক্ষা ও সমৃদ্ধ ক্যারিয়ার গড়ার অনন্য মাধ্যম বিদেশে উচ্চশিক্ষা।একজন শিক্ষার্থীর অসংখ্য লালিত স্বপ্নের মধ্যে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ লাভ অন্যতম।
যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে বিদেশে উচ্চশিক্ষার পথ এখন আরো সহজ। তাইতো প্রতি বছর দেশের বাইরে পাড়ি জমাচ্ছে হাজারো শিক্ষার্থী।
বিদেশে উচ্চশিক্ষার আবেদন প্রক্রিয়া দেশভেদে ভিন্ন হওয়ার দরুন প্রস্তুতিতেও রয়েছে ভিন্নতা।
আজ আমরা জানব এশিয়ার ইউরোপ খ্যাত দেশ মালয়েশিয়ার উচ্চশিক্ষা সম্পর্কে-
এশিয়ার দেশ হওয়ায় তুলনামূলক কম খরচে শিক্ষালাভ ও আধুনিক জীবনযাত্রায় মালয়েশিয়ার সুখ্যাতি এখন সমাদৃত।
বিশ্ব র্যাংকিংয়ে মালয়েশিয়ার অসংখ্য বিশ্ববিদ্যলয় নিয়মতান্ত্রিকভাবেই ধরে রেখেছে শীর্ষস্থান। এদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষায় আসতে চাইলে সর্বনিম্ম এসএসসি, দাখিল কিংবা ও-লেভেল পাস হলেই চলে। এক বছর মেয়াদি ফাউন্ডেশান কোর্স কিংবা আড়াই বছর মেয়াদি ডিপ্লোমা সম্পন্ন করে নির্দিষ্ট সাবজেক্টে সম্পন্ন করা যায় অনার্স।
এছাড়া এইচএসসি, আলিম, ডিপ্লোমা কিংবা এ-লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য রয়েছে তাদের পছন্দমত যেকোন সাবজেক্টে অনার্সের জন্য এডমিশান নেওয়ার সুযোগ।
প্রস্তুতি যেভাবে নিবেন:-
দেশের বাইরে যেকোন দেশে যাবার প্রথম ধাপ হচ্ছে পাসপোর্ট করা। এটি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, যেন একাডেমিক সার্টিফিকেটের সাথে নিজের ও পিতা-মাতার নামের বানানে হবহু মিল থাকে।ঠিক থাকে যেন বয়সও।পাসপোর্টের পাশাপাশি একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেটগুলোর মূল কপি প্রস্তুত রাখতে হবে।
ইংরেজিতে দক্ষতা অর্জন সকল দেশের জন্যই অপরিহার্য। তাই সে বিষয়টি গুরুত্বের সাথে দেখতে হবে। IELTS সব ভার্সিটিতে শুরুতেই বাধ্যতামূলক না থাকায় অনেক বিশ্ববিদ্যালয়ে এটি ছাড়াই আবেদন করা যায়। তবে ইংরেজি ভাষায় পারদর্শিতার কোন বিকল্প নেই এটি মনে রাখতে হবে।
কোন সাবজেক্টে পড়ব এবং সেটি কোন কোন ভার্সিটিতে আছে এবং নিজের অর্থনৈতিক অবস্থার সাথে কোন বিশ্ববিদ্যালয়ের খরচ মিলে সেটিই প্রধান বিবেচনায় রাখতে হবে।
কারো পরামর্শে সাধ্যের বেশি খরচে প্রতিষ্ঠানে না আসা ভালো। কেননা মালয়েশিয়ায় সকল বিশ্ববিদ্যালয়গুলোই একটা নির্দিষ্ট শিক্ষামান বজায় রেখে তাদের লাইসেন্স টিকিয়ে রাখে। সুতরাং বাজেটের বাইরের বিশ্ববিদ্যালয় বেছে নেয়ার তেমন দরকার নেই।
তবে প্রাইভে বিশ্ববিদ্যালয়গুলো আংশিক স্কলারশিপ দিয়ে থাকে। সেগুলো কোন সময়ে কতো পার্সেন্ট দিচ্ছে এবং বাকি কতো টাকা পরিশোধ করতে হবে এগুলো জেনে নিতে হবে।
আবেদন প্রক্রিয়া :-
প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এডমিশান ফরম থাকে সেখানে প্রয়োজনীয় তথ্য পূরণ করলে একজন প্রতিনিধি সেগুলোর প্রেক্ষিতে আপনাকে সকল নির্দেশনা দিবেন মেইলে বা হোয়াটসঅ্যাপে।
তবে এক্ষেত্রে অভিজ্ঞ কারো পরামর্শ নেয়া উচিত।
দেশের বিভিন্ন কনসাল্টেন্সিগুলো সার্ভিস চার্জ ছাড়াই এডমিশানে সহযোগিতা করে থাকে। তাদের সাথেও যোগাযোগ করা যেতে পারে। তবে এক্ষেত্রে প্রতারণার ঝুঁকি এড়াতে লেনদেনের বিষয়টি সবসময় সরাসরি বিশ্ববিদ্যালয়ের একাউন্টে হলে ভালো হয়। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা এজেন্সিগুলো থেকেই নিতে হবে।
মালয়েশিয়ার যেকোন বিশ্ববিদ্যালয়ে আবেদনের জন্য মূলত তিনটি জিনিস দরকার হয়।
১. পাসপোর্টের সকল পাতার স্ক্যানকপি
২. একাডেমিক ডকুমেন্টসগুলোর স্ক্যানকপি
৩. সাদা ব্যাক রাউন্ডের ছবি
এজেন্সি বা অন্য যেকোন মাধ্যমে এই জিনিসগুলো ভার্সিটিতে সাবমিট করার পর অফার লেটারের জন্য অপেক্ষা করতে হবে। বেশিরভাগ বিশ্ববিদ্যালয় এটি ফ্রিতেই প্রদান করে এবং কিছু কিছু সরকারি বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট ফি দিয়ে এটি পেতে হয়।
অফার লেটার আসার পর ভিসা ফি বাবদ নির্ধারিত টাকা পরিশোধের পর নির্দিষ্ট কিছুদিন অপেক্ষা করলে নিম্মোক্ত ওয়েবসাইটে আবেদন প্রক্রিয়ার বিস্তারিত লাইভ আপডেট জানা যায়। https://visa.educationmalaysia.gov.my/emgs/application/searchPost/
এই আবেদনটি ৭০% স্টেটাস শো করলে তখন ভিসা এপ্রোভাল ডাউনলোডের অপশন আসে এবং সেটি দিয়ে এম্বাসি থেকে ই-ভিসা নিয়ে ফ্লাই করা যায়।
ফ্লাইটের আগে অবশ্যই বিশ্ববিদ্যালয়কে অবগত করে আসতে হবে। কোন কোন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আপনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করবে। কোন কোন বিশ্ববিদ্যালয়ে সেটি করা হয় না।
মালয়েশিয়ায় আসার পর আপনার নতুন জীবন শুরু। এবার যতো দ্রুত সম্ভব নির্দিষ্ট ক্লিনিকে মেডিকেল টেস্ট সম্পন্ন করতে হবে এবং এর নির্দেশনা বা পরবর্তী কার্যক্রম সম্পর্কে আপনার বিশ্ববিদ্যালয় থেকে জেনে নিতে হবে।
মনে রাখতে হবে এদেশের আইনকানুন যেন আপনার দ্বারা ভঙ্গ না হয়। পড়াশোনায় যত্নশীল হয়ে এবার সামনের দিকে এগিয়ে চলার দায়িত্ব আপনার নিজের। সম্ভাবনাময় এই পৃথিবীটা আপনার করে নিতে পরিশ্রমের বিকল্প নেই।
লেখক:
সেক্রেটারি, বাংলাদেশী স্টুডেন্টস অর্গানাইজেশান মালয়েশিয়া (বিএসওএম)।
সাবেক ভিপি, মাসা বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া