বিএসওএম’র আন্তঃবিশ্ববিদ্যালয় প্রীতি ফুটবলে উচ্ছ্বসিত প্রবাসী শিক্ষার্থীরা

বাংলাদেশী স্টুডেন্টস' অরগানাইজেশন মালয়েশিয়া (বিএসওএম) এর উদ্যোগে আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় প্রীতি ফুটবলের দ্বিতীয় ম্যাচ শনিবার (১৩ মে) ইনফ্রাস্ট্রাকচার ইউনিভার্সিটি কুয়ালালামপুর-এর মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এতে স্বাগতিকদের ৬-৩ গোলে হারিয়ে জয়লাভ করে ইউনিভার্সিটি পূত্রা মালয়েশিয়ার বাংলাদেশী শিক্ষার্থীরা।
ইউনিভার্সিটি পূত্রা মালয়েশিয়ার পক্ষে মুজি, মুজাহিদ, ফাইজান, নিশাত, ইমতিয়াজ ও হানিমের অসাধারণ নৈপুণ্যে বিশাল ব্যবধানে তারা এই জয় ছিনিয়ে নেয়।
এর আগে গত শনিবার মাসহা বিশ্ববিদ্যালয় বনাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মধ্যকার প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষাউপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মালয়েশিয়ায় বাংলাদেশী শিক্ষার্থীদের বৃহৎ সংগঠন বিএসওএম-এর এই আয়োজনে প্রবাসী শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস বয়ে যাচ্ছে।
শিক্ষার্থীরা মনে করেন বিএসওএম আয়োজিত এই আন্তঃবিশ্ববিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচের মাধ্যমে প্রবাসী শিক্ষার্থীদের বিনোদন ও কো-কারিক্যুলার এক্টিভিটিসের পাশাপাশি নিজেদের মধ্যে এক মেলবন্ধন তৈরি হচ্ছে।