টেকসই বিশ্ববিদ্যালয়ের তালিকায় মালয়েশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয় ইউপিএম

ইউআই গ্রিন মেট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং' কতৃক প্রকাশিত বিশ্বের টেকসই বিশ্ববিদ্যালয়- ২০২৩ তালিকায় মালয়েশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে ইউনিভার্সিটি পূত্রা মালয়েশিয়া (ইউপিএম)।একইসাথে বিশ্ববিদ্যালয়টি এশিয়ার ২য় ও বিশ্বের ২৫তম স্থান দখল করতে সক্ষম হয়।
এ বছর বিশ্বের ৮৫টি দেশের সর্বমোট ১ হাজার একশ ৮৩টি বিশ্ববিদ্যালয়ের উপর চালানো অনুসন্ধান পর্যালোচনা করে পর গত ৭ ডিসেম্বর ২০২৩ এই তালিকা প্রকাশিত হয়।
সংস্থাটির তথ্যমতে বিশ্বের জলবায়ু পরিবর্তন মুকাবিলায় বিশ্ববিদ্যালয়গুলোর নানাবিধ অবদান বিবেচনা করে এই র্যাংকিং প্রকাশ করা হয়।এই তালিকা প্রকাশে ৩৯টি সূচক ও ৭ টি ভিন্ন ভিন্ন মানদণ্ড বিবেচনায় বিশ্ববিদ্যালয়গুলোর কার্যবিধি যাচাই করা হয়।
প্রতিষ্ঠানের অবকাঠামো, শক্তির ব্যবহার, জলবায়ু পরিবর্তন মুকাবিলায় গৃহীত পদক্ষেপ, বর্জ্য পুনর্ব্যবহার, পানি, গ্রিন ট্রান্সপোর্টেশন ও শিক্ষার মান পর্যালোচনা করে এই তালিকা প্রকাশ করা হয়।
ইউনিভার্সিটি পূত্রা মালয়েশিয়া ছাড়াও এই তালিকায় মালয়েশিয়ার ২য় স্থানে আছে 'ইউনিভার্সিটি মালয়েশিয়া সাবাহ' এবং ৩য় স্থানে রয়েছে 'ইউনিভার্সিটি মালায়া'।