মালয়েশিয়ায় বিএসওএম-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীদের সর্ববৃহৎ সংগঠন “বাংলাদেশী স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া ” (বিএসওএম)-এর উদ্যেগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ মার্চ) মালয়েশিয়ার ইউনিভার্সিটি পুত্রা ক্যাম্পাসের অডিটোরিয়ামে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
বাংলাদেশী স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (বিএসওএম) এর সভাপতি শাহ আহমেদ রেজার সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইজাজুল হাসান, ভিপি এসএম আশিবুর হাসনাত সাদী অনুষ্ঠান পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডি এলিট ক্লাবের প্রেসিডেন্ট মনসুর আল বাশার সোহেল, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বাবু, রিসাদ বিন আবদুল্লাহ, মামুন, তারেকুল আলম চৌধুরী অভি,আনিছুর রহমান রিপন প্রমুখ।

শুরুতে সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান শাফির পবিত্র কুরআন তেলাওয়াত মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে বক্তারা রমজান মাসের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। সেই সঙ্গে দেশের কল্যাণে কাজ করতে ও বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে বিএসওএম-এর সঙ্গে একত্রিত হয়ে কাজ করারও আহবান জানান।

ইফতার মাহফিলে মালয়েশিয়ার স্বনামধন্য ১৮টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ও বিদেশি শিক্ষার্থী , শিক্ষক, কমিউনিটি প্রেসক্লাবের সদস্যসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এতে অংশ নেন।