ধারাবাহিক র্যাংকিংয়ে সমুজ্জ্বল ইউনিভার্সিটি মালায়া

মালয়েশিয়ার সর্বপ্রাচীন ও সর্বোচ্চ বিদ্যাপীঠ ইউনিভার্সিটি মালায়া। ১৯০৫ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি মালয়েশিয়ার সর্বসেরা বিশ্ববিদ্যালয় তো বটেই এমনকি বিশ্বের সেরা সব বিশ্ববিদ্যালয়গুলোর তালিকাও ধারাবাহিকভাবে প্রথমসারির স্থান দখল করে আসছে এই বিশ্ববিদ্যালয়টি।
বিশ্বের সর্বাধিক গ্রহণযোগ্য কিউ এস ওয়ার্ল্ড র্যাংকিং ২০২৪ তালিকায় ইউনিভার্সিটি মালায়ার অবস্থান বিশ্বে ৬৫তম। ২০২৩ সালে ছিলো ৭০তম। তারও আগে ২০২২ সালেও এর অবস্থান ছিলো বিশ্বের ৬৫তম। গত এক দশকে ধারাবাহিকভাবে প্রায় প্রতিটি বছরই এই বিশ্ববিদ্যালয়টির অবস্থান বিশ্বসেরা ৭০ এর মধ্যেই থাকছে।
ঠিক একইভাবে অপর প্রভাবশালী জনপ্রিয় র্যাংকিং প্রদানকারী প্রতিষ্ঠান টাইমস হায়ার এডুকেশন-এর বিশ্বসেরা তালিকায়ও এই বিশ্ববিদ্যালয়টি সাফল্যের ধারা বজায় রেখে এগিয়ে চলছে।
প্রতিষ্ঠার খুবই কম সময়ে কোন বিশ্ববিদ্যালয় বিশ্বসেরা তালিকার এই সম্মানজনক স্থান দখল করে নেয়া বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম এই ইনিভার্সিটি মালায়া।
দেশটির রাজধানী কুয়ালালামপুরের প্রাণকেন্দ্রে ৯২২ একর জায়গা নিয়ে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী সংখ্যা ৩৫ হাজারের কিছু বেশি। বিশ্বের ৮০টিরও অধিক দেশের প্রায় ৫ হাজার বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করছে এতে। ১৭০০ একাডেমিক স্টাফ এবং ১৭টি ভিন্ন ভিন্ন ফ্যাকাল্টির অধিনে শতাধিক ভিন্ন ভিন্ন সাবজেক্টে সাজানো হয়েছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কারিক্যুলাম।
মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, আধুনিক মালয়েশিয়ার রূপকার সাবেক জনপ্রিয় প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মদ সহ সর্বমোট ৬ জন প্রধানমন্ত্রী এই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন।
বিশ্ববিদ্যালয়টি একটি গবেষণা ভিত্তিক প্রতিষ্ঠান হওয়ায় দেশের বিভিন্ন সংকট, সার্বিক উন্নয়ন ও আধুনিকায়নে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই বিশ্ববিদ্যালটির গবেষণা ও উদ্ভাবনী অবদান সারা বিশ্বে সমাদৃত।
লেখক-
শিক্ষার্থী, ইউনিভার্সিটি পূত্রা মালয়েশিয়া