মালয়েশিয়ায় ইউপিএমের শিক্ষার্থীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের জন্য প্রয়োজনীয় দক্ষতা প্রদান নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল প্রশিক্ষণ কর্মশালা।
রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার সেরডাং অডিটোরিয়ামে ‘বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার’ (বিএসএইউপিএম) উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।
এই কর্মশালাটি আয়োজনের নেতৃত্ব দিয়েছেন আদিবা আহমদ এবং পরিচালনা করেছেন পিএইচডি শিক্ষার্থী সৌরজিৎ বড়ুয়া। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রেজেন্টেশন দেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সহকারী মহাব্যবস্থাপক ও প্রধান মানবসম্পদ কর্মকর্তা আরিফ আহমদ।
কর্মশালায় মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের আসন্ন একাডেমিক সাফল্যের জন্য প্রয়োজনীয় দক্ষতা প্রদানে সহায়তা করা যেমন; পরীক্ষায় শ্রেষ্ঠত্ব অর্জন এবং দক্ষতার সাথে অ্যাসাইনমেন্ট পরিচালনা করার কৌশল, অধ্যয়ন এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য রক্ষার জন্য সময় এবং মানসিক চাপ ব্যবস্থাপনা কৌশল, দলগত কাজের দক্ষতা এবং মানসিক স্বাস্থ্য ও শিক্ষাগত স্থিতিস্থাপকতার জন্য স্ব-যত্ন এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কে অন্তর্দৃষ্টি করা।
কর্মশালাটির অর্থায়নে ছিলেন ‘এফএএইচই’ প্রতিষ্ঠানের কর্ণধার শাহ আহমেদ রেজা এবং আসাদিক মুঘদোর।