বইমেলায় মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থী অপূর্বা মোহনা'র উপন্যাস ‘পারুলদের অষ্টপ্রহর’

অমর একুশে বইমেলায় এসেছে মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী অপূর্বা মোহনা'র প্রথম উপন্যাস "পারুলদের অষ্টপ্রহর"
লেখিকা উপন্যাসটিতে তুলে ধরেছেন বাংলার গ্রামীণ জীবন এবং সেখানকার নারী জীবনের কিছু অসহায়,অসমাপ্ত সংগ্রাম চিত্র।উপন্যাসটি প্রকাশ করেছে"ভিন্নমাত্রা প্রকাশনী"
ছোটবেলা থেকেই সাহিত্য এবং সংস্কৃতির প্রায় প্রতিটি বিষয়ে আগ্রহী অপূর্বা মোহনা ১৯৯৯ সালে রাজশাহীতে জন্মগ্রহন করেন। ২০১৪ সালে এসএসসি, ২০১৬ সালে এইসএসসি এবং ২০২২ সালে তিনি রাজশাহী কলেজ থেকে ইংরেজিতে স্নাতক ডিগ্রী অর্জন করেন। এর মাঝে তিনি বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষকতাসহ বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন।
বিভাগীয় পর্যায় থেকে শুরু করে বাংলাদেশ টেলিভিশনে আয়োজিত শিশু-কিশোর প্রতিযোগীতার বিভিন্ন অঙ্গনে অংশ নিয়ে অর্জন করেছেন শতাধিক সার্টিফিকেট। এছাড়াও অর্জন করেছেন বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানের শিক্ষাবৃত্তি। ২০১৫ সালে ফেয়ার এন্ড লাভলি আয়োজিত একটি অনুষ্ঠানে ৬৪ জেলার সেরা তিনজন প্রতিযোগী এবং ২০১৯ সালে বায়োজিন কসমেসিউটিক্যালস আয়োজিত বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় সেরাদের দলে জায়গা করে নিয়েছিলেন।
বিভিন্ন পারিপার্শ্বিকতায় লেখালিখি নিয়ে প্রকাশ্যে আসতে না পারলেও নিয়মিত লেখালেখি করতেন। অপূর্বা মোহনার "পারুলদের অষ্টপ্রহর" উপন্যাসটি পাওয়া যাবে অমর একুশে বইমেলার ভিন্নমাত্রা প্রকাশনীর ৪১২ নম্বর স্টলে। এছাড়াও রকমারি.কমে অর্ডার করেও সংগ্রহ করতে পারবেন পাঠকরা।
বর্তমানে তিনি মালয়েশিয়ার একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নের পাশাপাশি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কর্মরত। শিক্ষা নিয়ে কাজ করতে পছন্দ করা অপূর্বা কাজ করতে চান দেশের শিক্ষা কারিকুলাম নিয়ে। একই সঙ্গে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চান।