মালয়েশিয়ায় ইউপিএম ক্যাম্পাসে বাংলাদেশি শিক্ষার্থীদের মিলনমেলা

মালয়েশিয়ায় অধ্যয়নরত শতাধিক বাংলাদেশি শিক্ষার্থীর অংশগ্রহণে ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া (ইউপিএম )-এর সেরডাং ক্যাম্পাসে এক বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া (বিএসএ ইউপিএম)-এর আয়োজনে শনিবার (২৭ জুলাই )বিকাল ৩:৩০টায় বুকিত এক্সপো মাঠে এ অনুষ্ঠানের সূচনা হয় ঐতিহ্যবাহী বাংলাদেশি ভর্তার স্বাদ দিয়ে, যা প্রবাসে দেশীয় সংস্কৃতির সাথে শিক্ষার্থীদের আত্মীয়তার বন্ধনকে পুনরুজ্জীবিত করে।
এই আনন্দঘন অনুষ্ঠানে ইউনিভার্সিটি মালায়া (ইউএম) এবং এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির (এপিউ) বাংলাদেশি শিক্ষার্থীরা অংশ নিয়ে আন্তঃপ্রতিষ্ঠানিক বন্ধুত্বকে আরও শক্তিশালী করেন। এছাড়াও কয়েকজন বিদেশি শিক্ষার্থীর উপস্থিতি এই মিলনমেলায় আন্তর্জাতিক সম্প্রীতির ছাপ রাখে।
বিএসএ ইউপিএম-এর সভাপতি ইমরান ফরহাদ তাঁর বক্তব্যে বলেন, “ভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়লেও প্রবাসে আমরা সবাই এক পরিবার। বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থী যেন মালয়েশিয়ার যেকোন প্রান্তে একাত্মবোধ করে, সে লক্ষ্যে আমরা কাজ করছি।” সংগঠনের উপদেষ্টা শাহ আহমেদ রেজা ও এস এম আশিবুর হাসনাত সাদী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আড্ডা, মতবিনিময় সভা ও গেমসের মধ্য দিয়ে শিক্ষার্থীরা একাডেমিক চাপ থেকে মুক্ত হয়ে প্রাণবন্ত সময় কাটান। অংশগ্রহণকারীরা ভবিষ্যতে নিয়মিত এমন আয়োজনের প্রত্যাশা প্রকাশ করেন।
বিএসএ ইউপিএম ও বিএসএ ইউএম নেতৃত্ব প্রবাসে বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি ও ঐক্যকে এগিয়ে নিতে যৌথ কার্যক্রমের পরিকল্পনারও ঘোষণা দেন।
শিক্ষার্থীরা আশা করছেন, এই মিলনমেলা সেমিস্টারের ক্লান্তি দূর করে এবং আগামী দীর্ঘ ছুটিতে সম্পর্ককে আরও মজবুত করার একটি প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে।