অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে বলিউডজুড়ে শোক

গত সপ্তাহে নিজের সাবেক ম্যানেজার দিশা সেলিয়ান আত্মহত্যা করেন বলে পত্রপত্রিকার খবর। এবার নিজেই আত্মহত্যা করলেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। আজ রোববার মুম্বাইয়ে নিজ বাড়িতে আত্মহত্যা করেন সুশান্ত। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, অভিনেতার প্রতিনিধি ও মুম্বাই পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, ‘দ্য কাই পো চে’খ্যাত সুশান্তের বয়স হয়েছিল মাত্র ৩৪ বছর। পত্রপত্রিকার দাবি, তিনি ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। এরই মধ্যে পুলিশের একটি দল তাঁর চার্টার সড়কের বাড়িতে পৌঁছেছে।
বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের প্রতিবেদনে জানা যায়, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে শোকাহত পুরো বলিউড অঙ্গন। তারকা থেকে শুরু করে তাঁর ভক্তরা আকস্মিক এ ঘটনায় হতবাক। তাঁরা মৃতের আত্মার শান্তি কামনা করেছেন।
সুশান্তের মৃত্যুতে কষ্টের কথা জানিয়ে বলিউডের চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপ সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে লিখেছেন, ‘এটি সত্য নয়।’ অন্যদিকে গওহর খান লিখেছেন, ‘কী হচ্ছে এসব।’ সুপারস্টার অক্ষয় কুমারও তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
অভিনেত্রী কাজল আগরওয়াল টুইটে লিখেছেন, ‘খুবই দুঃখজনক। সুশান্তর পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা রইল। আশা করি, পরপারে তাঁর আত্মা শান্তি পাবে।’
সঞ্জয় দত্ত টুইটে লিখেছেন, তিনি বলার মতো ভাষা হারিয়ে ফেলেছেন। মণীষা কৈরালাও শোকে স্তব্ধ। শুধু তারকারাই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে এখন সুশান্তের আত্মহত্যার আলোচনা।
খবরে প্রকাশ, সুশান্তের সাবেক ম্যানেজার দিশা সেলিয়ান গত সপ্তাহে আত্মহত্যা করেন। আর এই খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তাঁর আত্মার শান্তি কামনা করে শোক জানিয়েছিলেন সুশান্ত।
২০১৪ সালে ‘কাই পো চে’র মাধ্যমে ছবিতে অভিষেক হয় সুশান্তের। এরপর তিনি ‘পিকে’, ‘কেদারনাথ’, ‘এম এস ধোনি : দ্য আনটোল্ড জার্নি’র মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করেন। তাঁকে সর্বশেষ নেটফ্লিক্সের ‘ড্রাইভ’-এ দেখা গিয়েছিল। টেলিভিশন চ্যানেল জি টিভির সিরিয়াল ‘পবিত্র রিশতা’র মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তাঁর।
১৯৮৬ সালের ২১ জানুয়ারি ভারতের বিহারের পাটনায় জন্মগ্রহণ করেন সুশান্ত সিংহ রাজপুত। পরে দিল্লিতে চলে যায় তাঁর পরিবার। দিল্লি কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েও ভর্তি হন। কিন্তু সে সময় থেকেই থিয়েটারের দিকে ঝোঁকেন তিনি। নাচও শেখেন। এর জন্য পড়াশোনা শেষ করতে পারেননি।
অভিনয়ের তাগিদ থেকেই শেষমেশ মুম্বাইয়ে চলে যান সুশান্ত। সেখানে ২০০৮ সালে প্রথম একতা কাপুরের প্রযোজনায় ‘কিস দেশ মে হ্যাঁ মেরা দিল’ সিরিয়ালে অভিনয় করার সুযোগ পান।
ব্যক্তিগত জীবনে দীর্ঘ টানাপড়েনের মধ্য দিয়ে গেছেন সুশান্ত। সিরিয়ালে অভিনয় করার সময় অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। দুজন লিভ ইনও করতেন। কিন্তু সুশান্ত বলিউডে পা রাখার কিছু দিনের মধ্যেই সেই সম্পর্ক ভেঙে যায়। সম্প্রতি অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা হয় বলে শোনা গিয়েছিল। তাঁরা বিয়ে করবেন, এমন গুঞ্জনও ছড়ায়।