আত্মহত্যা করেছেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন। আজ রবিবার মুম্বাইয়ের নিজের বাড়িতে আত্মহত্যা করেছেন। ভারতীয় গণমাধ্যম টাইমস টুডে মুম্বাই পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
আজ রোববার ৩৪ বছর বয়সী এই অভিনেতার বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
মুম্বাই পুলিশের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, যে তিনি গত ছয় মাস ধরে হতাশায় ভুগছিলেন।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কিছুদিন আগেই সুশান্ত সিংয়ের সাবেক ম্যানেজার দিশা সালিয়ান আত্মহত্যা করেছেন। গত সোমবার মুম্বাইয়ের মালাড এলাকার একটি বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন তিনি। এই খবরে ভেঙে পড়েছিলেন সুশান্ত। তবে কী কারণে সুশান্ত নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন, তা এখনও স্পষ্ট নয়।
এখনও পর্যন্ত সুশান্তের ফ্ল্যাট থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় সিরিয়াল ‘পবিত্র রিশতা’য় অভিনয় করেন সুশান্ত সিং। তার বলিউডে অভিষেক হয় ২০১৪ সালে ‘কাই পো সে’ সিনেমার মাধ্যমে। এরপর ‘রাবতা’, ‘পিকে’, ‘শুধ দেশি রোমান্স’, ‘দিল বেচার’, ‘ছিচোরে’, ‘কেদারনাথ’সহ বেশ কিছু জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি ভারতীয় ক্রিকেটার মাহেন্দ্র সিং ধোনির আত্মজীবনীমূলক চলচ্চিত্র ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ তে নাম ভূমিকায় অভিনয় করেছেন।