নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে জাহ্নবী কাপুরের ‘গুঞ্জন সাক্সেনা’

মহামারি করোনাভাইরাসের কারণে বলিউডে চলচ্চিত্র মুক্তির ক্যালেন্ডার বদলে গেছে। বেশ কয়েকটি বড় বাজেটের ছবির মুক্তির তারিখ পিছিয়ে গেছে। কিছু ছবি অনলাইন প্ল্যাটফর্মে মুক্তির চিন্তা করছেন নির্মাতারা। ‘গুলাবো সিতাবো’ ও ‘শকুন্তলা দেবী’র পর শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর অভিনীত ‘গুঞ্জন সাক্সেনা : দ্য কার্গিল গার্ল’ মুক্তি পেতে যাচ্ছে অনলাইনে।
প্রযোজক করণ জোহর নিশ্চিত করেছেন শরণ শর্মা পরিচালিত ‘গুঞ্জন সাক্সেনা : দ্য কার্গিল গার্ল’ শিগগিরই মুক্তি পাবে নেটফ্লিক্সে। ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
জাহ্নবী কাপুর ‘ধড়ক’ দিয়ে বলিউডে পা রাখেন। ‘গুঞ্জন সাক্সেনা : দ্য কার্গিল গার্ল’ ছবিতে তিনি নামভূমিকায় অভিনয় করছেন। গুঞ্জন সাক্সেনার জীবনের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ছবিটি। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই যাত্রার চুম্বক অংশ ভিডিও ক্লিপের মাধ্যমে জানিয়েছেন জাহ্নবী। ছবিটি প্রযোজনা করছে করণ জোহরের ধর্ম প্রডাকশনস।
ছবিতে আরো অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি, অঙ্গদ বেদি, বিনীত কুমার, মানব ভিজ ও আয়েশা রাজা। ছবিটি ভারতের ফ্লাইট লেফটেন্যান্ট গুঞ্জন সাক্সেনা ও শ্রীবিদ্যা রাজনের জীবনী অবলম্বনে, যাঁরা কার্গিল যুদ্ধে অংশ নিয়েছিলেন। তাঁরা দুজনই কার্গিল যুদ্ধে প্রথম ভারতীয় নারী যোদ্ধা। তাঁদের ঐতিহাসিক যুদ্ধযাত্রার চিত্রায়ণ হবে ছবিতে। তবে গুঞ্জন সাক্সেনার জীবনীই মুখ্য। গুঞ্জন সাক্সেনার ভূমিকায় অভিনয় করেছেন জাহ্নবী।
যদিও তারিখ এখনো ঘোষণা হয়নি, তবে নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই নেটফ্লিক্সে মুক্তি পাবে।