ভক্তের ইচ্ছেপূরণে কেরালার বন্যা দুর্গতদের ১ কোটি দান করেন সুশান্ত

তারকা অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা মানতে পারছেন না কেউ। তাঁর মৃত্যুর পর একের পর এক সামনে আসছে তাঁকে নিয়ে নানান তথ্য। এরই মধ্যে জানা গিয়েছে, ২০১৮ তে কেরলের বন্যায় এক অনুরাগীর হয়ে তিনি দান করেছিলেন ১ কোটি টাকা।
সুশান্তের মৃত্যুর পরেই এই ১ কোটি টাকা টাকা দেওয়ার কথা ইন্সটাগ্রামে ভাইরাল হয়ে গিয়েছে। বন্যার সময় তাঁর এক অনুরাগী সোশ্যাল মিডিয়ায় লেখেন, এই পরিস্থিতিতে তিনি কিছু টাকা সাহায্য করতে চান, কিন্তু তাঁর কাছে টাকা নেই।
অনুরাগীর এই প্রস্তাব শুনে তাঁর পাশে দাড়িয়েছিলন সুশান্ত সিং রাজপুত। ওই অনুরাগীর হয়ে তিনি ১ কোটি টাকা দান করেন কেরল বন্যা ত্রাণ তহবিলে।
রোববার ভারতীয় সংবাদমাধ্যম জানায়, মুম্বাইয়ের বান্দ্রার বাসায় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। পুলিশ ধারণা করে এটা আত্মহত্যা। ময়না তদন্তের রিপোর্টেও আত্মহত্যাই বলা হয়েছে। এখনও তার আত্মহত্যার কারণ জানা যায়নি।
এদিকে সুশান্ত সিংয়ের মামা আর সি সিং দাবি করেছেন, তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের তদন্ত দাবি করেছেন তিনি।