বহুমুখী প্রতিভার অধিকারী মেধাবী শিক্ষার্থী তাবাসসুম মোস্তফা অথৈ। মালয়েশিয়ার স্বনামধন্য ইউনিভার্সিটি কোতা দামানসারার সেগি ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ার উপর পড়াশোনা করছেন। মা একজন বাংলাদেশের জনপ্রিয় একটি চ্যানেলের সাংবাদিক। ভ্রমণ পিপাসু, প্রাণচঞ্চল, সুমিষ্টভাষী অথেই পড়াশোনার পাশাপাশি নাচ,গান,কবিতা আবৃত্তি, উপস্থাপনা, অভিনয়, সংবাদ পঠন,ফটোগ্রাফি, মডেলিং ,ছবি আকাসহ শিল্প সাহিত্যের বিভিন্ন অঙ্গনে রয়েছে তার পদচারণা। ছায়ানট, শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন টিভি অনুষ্ঠানে ও রয়েছে তার আনাগোনা। প্রবাস মালয়েশিয়ায় এনটিভির দর্শক ফোরামের তার পারফর্ম প্রবাসীদের মুগ্ধ করে। এক নজরে দেখে নেই সেগি ইউনিভার্সিটির শিক্ষার্থী তাবাসসুম মোস্তফা অথৈ বেশ কিছু আলোকচিত্র। ছবি : সংগৃহীত