মালয়েশিয়ার সেগি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সাংস্কৃতিক উৎসবে ৯০টি দেশের মধ্যে ২০টি দেশ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। বিশ্বের ২০টি দেশকে হারিয়ে সেরা কস্টিউম ক্যাটাগরিতে প্রথম হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ। ১১ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যায় কুয়ালালামপুরের কোটাদামানসারা সেগি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে বাংলাদেশ, মালয়েশিয়া, ভারত, শ্রীলঙ্কা, সুদান, পাকিস্তান, ইজিপ্ট, মোজাম্বিকসহ ২০টি দেশের শিক্ষার্থীদের নিয়ে উৎসবে এই জয় অর্জন করে বাংলাদেশি শিক্ষার্থীরা। উৎসবে প্রথম স্থান অর্জনের পুরস্কারটি সেগি ইউনিভার্সিটির বাংলাদেশি স্টুডেন্ট অ্যাম্বাসেডর তাবাসসুম মোস্তফা অথৈয়ের হাতে তুলে দেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. অজরিন ইসমাদি বিন অরিফিন। ছবিঃ এনটিভি