মালয়েশিয়ার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ইউনিভার্সিটি জিওমাটিকার ১৫তম সমাবর্তন সম্পন্ন হয়েছে।গত ১৫ জুন বুধবার রাজধানী কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে (কেএলসিসি) দিনব্যাপী এই সমাবর্তন অনুষ্ঠান সম্পন্ন হয়।সমাবর্তন অনুষ্ঠানে স্নাতকোত্তর, ডক্টরেট স্নাতক, স্নাতক, ডিপ্লোমা,সার্টিফিকেট এবং ফাউন্ডেশন জড়িত বিভিন্ন কোর্সের স্নাতক ডিগ্রিধারী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইসমাইল ওমর, জিওম্যাটিক্স গ্রুপের সভাপতি প্রফেসর ড. দাতুক সিনিয়র ড. মোহাইজি মোহাম্মদ, ডিএমডিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান দাতুক উইরা জয়নাল হোসেন, ডিএমডিআই ফাউন্ডেশনের ডেপুটি চেয়ারম্যান প্রফেসর ড. দাতুক উইরা ড. জামিল মুকমিন।এই সময় বাংলাদেশি ডেপুটি রেক্টর মোঃ মমিনুল হক উপস্থিত ছিলেন।মালয়েশিয়ার এই বিশ্ববিদ্যালয়ে স্নাতক সম্পন্ন করা বিশ্বের আটশত শিক্ষার্থীর মধ্যে বাংলাদেশি শিক্ষার্থীও রয়েছেন। সেই সাথে ইউনিভার্সিটি জিওমাটিকা মালয়েশিয়াকে পূর্ণ বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পাওয়ায় বাংলাদেশি শিক্ষার্থীরা গর্ববোধ করেন।সেইসাথে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।ছবিঃ ইউনিভার্সিটি জিওমাটিকা