মালয়েশিয়ায় আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিযোগিতায় বাংলাদেশ দলের অংশ গ্রহণ
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক পর্যায়ের উদ্ভাবনী প্রযুক্তি প্রতিযোগিতা ইন্টারন্যাশনাল ইনভেনশন, ইনোভেশন আ্যান্ড টেকনোলজি এক্সিবিশন (আইটেক্স) ২০২৩-এর বিভিন্ন ক্যাটাগরিতে তিনটি স্বর্ণ এবং দুটি রৌপ্য পুরস্কার অর্জন করেছে বাংলাদেশ দল। বাংলাদেশ দলের কারিগরি পরামর্শক হিসেবে ছিল এসপায়ার টু ইনোভেট-এটুআই। দু’দিনব্যাপী এই প্রতিযোগিতার সমাপনী দিনে গত শুক্রবার কৃষি ক্যাটাগরিতে বাংলা ট্রেডার্স; আইসিটি, টেলি-যোগাযোগ ও অডিও ভিজ্যুয়াল ক্যাটাগরিতে আমারপে এবং মেডিকেল-স্বাস্থ্য ক্যাটাগরিতে স্বর্ণ পুরস্কার অর্জন করে জাইন্যাক্স হেলথ লিমিটেড। এছাড়া পরিবেশ-এনার্জি ক্যাটাগরিতে ইগার্ডিয়ান এবং আইসিটি, টেলিযোগাযোগ ও অডিও ভিজ্যুয়াল ক্যাটাগরিতে রৌপ্য পুরস্কার অর্জন করে বাংলা ট্র্যাক। আন্তর্জাতিক পরিমণ্ডলে সমসাময়িক বিজ্ঞান ও উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে আইটেক্স ২০২৩ আয়োজন করা হয়েছে। ইন্টারন্যাশনাল ইনোভেশন অ্যান্ড টেকনোলজি এক্সিবিশনের এটি ৩৪তম আয়োজন। ছবিঃ আইটেক্স মালয়েশিয়া ফেইসবুক পেইজ থেকে


















