মালয়েশিয়া চলছে কঠোর লকডাউন। কিছুতে কমছে না মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। কিন্তু স্বেচ্ছাসেবীর পাশাপাশি মালয়েশিয়া সরকার ও জনগণের কাছে গিয়ে খোঁজ খবর নিতে দেখা যাচ্ছে। সরকারের পাশাপাশি নিজ গ্রাম লাঙ্কায়ী বৃদ্ধ বয়সে জীবনের ঝুঁকি নিয়ে করোনার এই মহামারীতে জনগণের খোঁজ নিতে ছুতে যান আধুনিক মালয়েশিয়ার স্বপ্নদ্রষ্টা তুন ডা: মাহাথির মোহাম্মদ। গ্রামের অসুস্থ লোকদের ঘরে গিয়ে তিনি সান্ত্বনা দিয়ে আসেন।সেই সাথে ভ্যাকসিন নেওয়ার অনুরোধ ও করেন। পরে তিনি লাঙ্কায়ী হাসপাতাল পরিদর্শন করেন। রোগীদের সেবা প্রদানের জন্য নার্সদের ধন্যবাদ জানান। গত বুধবার (২৩ জুন ) লাংকাউয়িতে বিভিন্ন গ্রামের জনসাধারনের খোজঁ খবর নিচ্ছিলেন এমন একটি পোষ্ট তুন ডা: মাহাথির মোহাম্মদ এর ভেরিফাইড ফেসবুক পেইজে শেয়ার করার পর নেট দুনিয়ায় ভাইরাল হয়।প্রশংসায় ভাসতে থাকেন তিনি।নেটিজনরা বলছেন জনগণের ভালবাসা পেতে হলে বয়স লাগেনা,জনগণের খোজঁ নিলে এমনিই নেতার প্রতি ভালবাসা জন্ম নেয়। তুনের দীর্ঘায়ূ কামনায় দেশের জনগণ ও নেটিজনরা। ছবিঃ তুন ডা: মাহাথির মোহাম্মদ এর ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে নেওয়া।