দীর্ঘ বিরতি শেষে গ্ল্যামার জগতে ফিরে এলেন ‘মিসেস এশিয়া বাংলাদেশ’ রাহা
মিসেস এশিয়া বাংলাদেশ জয়ী হয়ে সারা দেশে আলোচনায় চলে এসেছিলেন খাদিজা আক্তার রাহা। পত্রিকার পাতায় চোখ রাখলেই দেখা যেত তাকে। এরপর হটাৎ নাই হয়ে গেলেন। জানা গেছে এলএলবি পরীক্ষা ও নিজেকে গঠন করার কাজে ব্যাস্ত ছিলেন তিনি। ব্যস্ততা কাটিয়ে, নিজেকে তৈরী করে আবার শোবিজ অঙ্গনে পা রেখেছেন তিনি।পার করছেন ব্যস্ত সময়।
এর মাঝে তিনি ইটালি, ফ্রান্স ও সুইজারল্যান্ড ঘুরে এসেছেন। কি উদ্দেশ্যে ইউরোপ সফর ছিল জানতে চাইলে এনটিভি অনলাইনকে রাহা বলেন, আইনের উপর উচ্চতর পড়াশোনার উদ্দেশ্যে তিনি ফ্রান্সের কয়েকটি বিশ্ববিদ্যালয় ঘুরে দেখতে গিয়েছিলেন। পাশাপাশি তিনি কয়েকটি কম্পানির হয়ে ওমান, মালয়েশিয়া ও সিঙ্গাপুর ভ্রমণ করে এসেছেন।
বর্তমানে তিনি বাংলাদেশেই অবস্থান করছেন। বেশি ব্যাস্ত রয়েছেন বিভিন্ন কম্পানির ফটোশুট নিয়ে। এছাড়াও ওটিটির জন্য কয়েকটি নাটক, ওয়েব সিরিজের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। পাশাপাশি নিয়মিত নাচের ক্লাস করছেন।
ভবিষ্যৎ পরিকল্পনা সমন্ধে জানতে চাইলে তিনি এনটিভি মালয়েশিয়াকে বলেন, বিগত কয়েকটি মাস নিজেকে প্রস্তুত করেছি, এখন পুরোদমে কাজ করতে চাই।
তাছাড়া আগামী ডিসেম্বরে মালেয়শিয়া অনুষ্ঠিত বিজয় উৎসবে যোগ দিব। সেই সাথে আগামী বছরের ফেব্রুয়ারিতে মালয়েশিয়া সিঙ্গাপুর একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থাপনার কথাবার্তা চলছে।