নেপালে দুই বাংলার সুন্দরী প্রতিযোগিতা 'বর্ষা সুন্দরী' সিজন-৪ 'অপরূপা' ফাইনাল রাউন্ড আজ

প্রতি বছরের ন্যায় আবারও নেপালে শুরু হচ্ছে দুই বাংলার গ্ল্যামার প্রতিযোগিতা 'বর্ষা সুন্দরী' সিজন-৪ 'অপরূপা'। ইতোমধ্যে শুরু হয়েছে এর বাছাই পর্ব।
আজ ১৯ এপ্রিল শনিবার নেপালের কাঠমুন্ডুর পাঁচতারকা হোটেল ইয়াক এন্ড ইয়াকি শুরু হবে 'বর্ষা সুন্দরী' সিজন-৪ 'অপরূপা ফাইনাল রাউন্ড।
ইতিমধ্যে দুইবাংলার তারকা এখন নেপালে অবস্থান করছেন। বিচারকরা আজ নির্ধারণ করবেন ফাইনালে বিজয়ী কে হচ্ছেন।
আয়োজক সুকান্ত সুমন, শর্মিষ্ঠা ঘোষ ও সাকিব সনেট জানান, প্রতি বছর আমরা এই আয়োজনটা করে থাকি। এবার আমাদের চতুর্থ আসর। এবারের আসরে অনেক চমক থাকছে।
তাছাড়া সাংবাদিকতা, মানবাধিকার, সমাজসেবা ও শিক্ষা খাতে অবদান এবং সাংগঠনিক দক্ষতাও দেশ বরণ্য চলচ্চিত্রকার, সেরা অভিনেতা ও অভিনেতাদের স্বীকৃতিস্বরূপ এ বছর জিনিয়াস অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
বর্ষা সুন্দরীর 'অপরূপা'র মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভি।