মালয়েশিয়ায় জরুরী ভিত্তিতে সেলসম্যান নিয়োগ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রোমি গ্লোবাল মার্কেটিং এসডিএন বিএইচডি লিমিটেড।প্রতিষ্ঠানটিতে জরুরী ভিত্তিতে সেলসম্যান পদে নিয়োগ দেওয়া হবে।আগ্রহী যোগ্য প্রার্থীরা যোগাযোগ করতে পারেন।
পদের নাম
সেলসম্যান।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
মালয়েশিয়া অবস্থানরত বৈধ পাসপোর্টসহ যেকেউ আবেদন করতে পারবেন।মালেয়শিয়ার যেকোনো স্থানে কাজ করার মন মানসিকতা থাকতে হবে।প্রাথীর কাজের অভিজ্ঞতা ও কথা বলার দক্ষতা থাকতে হবে। ২৮ থেকে অনূর্ধ্ব-৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
কর্মস্থল
মালয়েশিয়া।
বেতন
আলোচনা সাপেক্ষে।
যোগাযোগ :
মালয়েশিয়া অফিস:
কুয়ালালামপুর অফিস ঠিকানা :
জালান পারখিদমাতান ,ইউ ১৯,কামপুং বারু সুঙ্গাইবুলু ,৪০১৬০ শাহআলম ,সেলাঙ্গর।
মোঃ রুমন-+৬০১০২৮৮২৫০৫ /+৬০১০২৮৮০৭৪৬