সোনালী বাংলা টেলিভিশনে সংবাদ পাঠক/পাঠিকা হিসেবে ক্যারিয়ার গড়ুন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্যাটেলাইট চ্যানেল সোনালী বাংলা টিভি। সোনালী বাংলা টিভি অনলাইনে প্রকাশিত এ বিজ্ঞাপন অনুযায়ী সংবাদ ‘পাঠক/পাঠিকা’ পদে নিয়োগ দেওয়া হবে।
পদের নাম
সংবাদ পাঠক/পাঠিকা
কর্মস্থল
ঢাকা, সোনালী বাংলা টিভি অফিস
আবেদনের যোগ্যতা
এইচএসসি পাস হলেই আবেদন করা যাবে পদটিতে। তবে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। সংবাদ পাঠক/পাঠিকাদের কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা জীবনবৃত্তান্ত পাঠাতে পারবেন : পরিচালক , পূর্ণতা চৌধুরী,সোনালী বাংলা টিভি অফিস ,ইমেইল-chowdhurypurno94@gmail.com ই-মেইল এই ঠিকানায়। এ ছাড়া জীবনবৃত্তান্তসহ সম্প্রতি তোলা তিন কপি 4R সাইজের ছবি পাঠিয়ে দিন এই ঠিকানায় : ৪০ আলী'স সেন্টার ,লিফট এর ৮(৯বম তলা ), বিজয় নগর ,ঢাকা -১০০০।
সূত্রঃ সোনালী বাংলা টিভি