মালয়েশিয়ায় আগস্টে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
শতাধিক দেশের অংশগ্রহণে মালয়েশিয়ায় শুরু হতে যাচ্ছে ‘কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ড-২০২৪’।
২৩ ফেব্রুয়ারি (শুক্রবার ) ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এর আনুষ্ঠানিক ঘোষণা দেন কেএল আইফা'র চেয়ারম্যান টুংকু আজলান ইবনি সুলতান আবু বকর। উৎসবে বিভিন্ন ক্যাটাগরিতে এখন পর্যন্ত আবেদন জমা পড়েছে ৯৮টি দেশের ৩ হাজার ১৩৫ টি। চলতি বছরের ৭ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত চলবে এই চলচ্চিত্র উৎসব।
এবারের উৎসবে অংশ নিতে বিভিন্ন দেশ থেকে ব্যাপক সাড়া মিলেছে বলে জানান আয়োজকরা। তারা প্রত্যাশা করছেন সময়ের অন্যতম জনপ্রিয় একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পরিণত হবে এই আয়োজন। প্রাথমিকভাবে ৯৮ টি দেশ অংশ নিলেও আরও অনেক দেশ অংশ নেবে বলেও প্রত্যাশা করেন আয়োজকরা। এ আয়োজনে সারা বিশ্বের তারকারাও উপস্থিত থাকবেন বলে জানান তারা।
জমকালো এই উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশসহ ১৬ টি দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে ছিলেন মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর জি এম রাসেল রানা। তিনি বলেন, এটি একটি অসাধারণ আয়োজন যেখানে বাংলাদেশকে কান্ট্রি অব অনার হিসাবে সম্মানিত করা হয়েছে। এই আয়োজনে সম্পৃক্ত হয়ে বাংলাদেশ বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে বার্তা পৌঁছানোর সুযোগ পাবে।
বাংলাদেশকে কান্ট্রি অব অনার ঘোষণায় আয়োজকদের ধন্যবাদ জানান এ কূটনীতিক। কেএল আইফা'র চেয়ারম্যান বলেন, সারা বিশ্বের চলচ্চিত্র নির্মাতা ও তারকাদের ভালো কাজে উৎসাহিত করতে আমাদের এই আয়োজন। কুয়ালালামপুরকে আন্তর্জাতিক চলচ্চিত্রের নতুন ঠিকানা হিসাবে আমরা পরিচিত করাতে চাই বলে মন্তব্য করেন তিনি।
এবারের উৎসবে ফিচার ফিল্ম, টেলিভিশন নাটক, ডকুমেন্টরিস, শর্ট ফিল্ম এন্ড অ্যানিমেশন ক্যাটাগরিতে সেরাদের পুরস্কৃত করা হবে। প্রয়োজনীয় তথ্য দিয়ে এসব ক্যাটাগরিতে আগ্রহীরা আগামী ৩১ মে ২০২৪ পর্যন্ত আবেদন করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে।