করোনায় ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৮০১ : মালয়েশিয়া স্বাস্থ্য অধিদপ্তর
মালয়েশিয়ায় আজ নতুন ৮০১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। নতুন করে ৮ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা এখন ২৯ হাজার ৪৪১ জন এবং দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৪৬ জন।
নতুন করে সুস্থ্য হয়েছেন ৫৪৩ জন। এই পর্যন্ত সর্বমোট সুস্থ্য হয়েছেন ১৯ হাজার ০৭২ জন। আক্রান্তদের মধ্যে ২ জন বাইরে থেকে আসা বাকি ৭৯৯ জন মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যের।
আজ বুধবার ( ২৮ অক্টোবর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ড. নূর হিশাম এ তথ্য প্রকাশ করেছে।
দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৮০১ জনের মধ্যে ৫৪৬ জন সাবাহ প্রদেশের, সারওয়াক ২৭ জন , কেদাহ রাজ্যের ২৮ জন, পেনাং ১৯ জন , জোহর ৮ জন । অন্যদিকে সেলাঙ্গরে ৮৮ জন, লাবুয়ানে ২৯ জন, কুয়ালালামপুরে ১৩ জন, পেরাক ৬ জন , নেগারি সেম্বিলানে ২৪ জন , তেরেঙ্গানু ১১ জন আক্রান্তের খবর পাওয়া গেছে।