হৃদয় ছুঁয়ে যাওয়া ন্যানো ফিল্ম সিরিজ "প্রবাসের গল্প"

প্রবাসের গল্প শিরোনামে ন্যানো ফিল্ম সিরিজ নির্মাণ করেছেন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র পরিচালক জাফর ফিরোজ। ভিডিও গুলোতে প্রবাসীদের মানসিক মনোবল বৃদ্ধিতে শক্তিশালী বার্তা দেয়া হয়েছে। প্রবাসীদের পরিবার গুলো যেন সুখে দুঃখে সব সময় প্রবাসীদের পাশে থাকে সেই কথাই তুলে ধরা হয়েছে প্রতিটি ভিডিওতে।

প্রাণ প্রেজেন্টস প্রবাসের গল্প নির্মাণ নিয়ে কথা বলেছেন নির্মাতা জাফর ফিরোজ। নির্মাতা বলেন প্রাণ মালয়েশিয়ার হেড অব মার্কেটিং সালেহিন ভাই ফোন দিয়ে বললেন একটা নিউজ তাঁকে খুব পিড়া দিচ্ছে তাহলো প্রবাসীদের হার্ট অ্যাটাকে মৃত্যু। আসেন কিছু ভিডিও তৈরি করি যার মাধ্যমে একটা সচেতনতা বৃদ্ধি করা যায়। এরপর ব্রেইন্সবির টিমের সাথে বসে আমরা গল্প গুলো সম্পন্ন করি।

এক্ষেত্রে প্রাণ হেড অফিসের টিমকে ধন্যবাদ দিতে হয় কারণ তাঁরা আমাদের এই কাজ গুলোকে এগিয়ে নিতে সবসময় পাশে ছিলেন। এরপর ধন্যবাদ জানাচ্ছি সময়ের সবচেয়ে ব্যস্ত সঙ্গীত পরিচালক সজীব দাসকে যিনি হৃদয় ছুঁয়ে যাওয়া একটি টাইটেল মিউজিক করে দিয়েছেন খুব অল্প সময়ে। যার শিল্পী ছিলেন আরজে রাজু।

নির্মাতা বলেন, ফিল্ম গুলো অনলাইনে দেয়ার পর অনেকেই আমাকে ফোন দিয়ে বলেছেন গল্প গুলো তাদের জীবনের গল্প। একজন তো ফোন করে কেঁদেই ফেললেন। বললেন কোভিডের আগে তিনি প্রতিমাসে ভালো অঙ্কের টাকা দেশে বাবা মা ভাই বোনের জন্য পাঠাতেন।

কোভিডে তার পার্ট টাইমের কাজ গুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে আগের মত দেশে টাকা পাঠাতে পারছেননা। এর জন্য পরিবারের সবাই তাকে সন্দেহের চোখে দেখে। আগের মত পরিবারে তার গ্রহণ যোগ্যতাও নেই। ফিল্ম গুলো একটি সুন্দর নিরাপদ প্রবাস তৈরির বার্তা ছড়িয়ে দিতে চায়। পরিবর্তন আসুক সুন্দরের সাথে দেশ এবং প্রবাসে।