খ্রিস্টানরা ‘আল্লাহ’ শব্দ ব্যবহার করতে পারবে: মালয়েশিয়ার হাইকোর্ট

দীর্ঘ কয়েক দশকের আইনী লড়াইয়ের পর খ্রিস্টানদের উওপ্র থেকে ‘আল্লাহ’ শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে মালয়েশিয়ার হাইকোর্ট। এর আগে কয়েকবার অ-মুসলিমদের ‘আল্লাহ’ শব্দ ব্যবহার নিয়ে দেশটিতে উত্তেজনা ও সহিংসতা তৈরি হয়েছে।
গতকাল বুধবার (১১ মার্চ) মামলার রায়ে বিচারক নূর বি বলেন, বিশ্বাসের কারণে কেউ বৈষ্যমের শিকার হতে পারে না। এখন থেকে খ্রিস্টানরা ‘আল্লাহ, কাবা, বায়তুল্লাহ ও সালাত’ এই শব্দগুলো চাইলে ব্যবহার করতে পারবেন। এগুলো ব্যবহারে নিষেধাজ্ঞা অবৈধ ও অসাংবিধানিক।

দেশটিতে দুই-তৃতীয়াংশ মুসলিম হলেও সেখানে খ্রিস্টান সম্প্রদায়েরও আধিক্য রয়েছে। তারা দীর্ঘদিন ধরে ‘আল্লাহ’ শব্দটি ব্যবহারের অনুমতি চেয়ে আসছিলেন এবং বলেছিলেন, ‘আল্লাহ’ শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়ে ইশ্বর ব্যবহারের নির্দেশ মালয়েশিয়ার সংবিধানে থাকা ধর্মীয় স্বাধীনতার ধারার স্পষ্ট লঙ্ঘন।
১৯৮৬ সালে দেশটি এই নিষেধাজ্ঞা জারি করেছিলো। ২০০৮ সালে জিল লরেন্স বিল নামক এক খ্রিস্টান এই আইনের প্রতিবাদে মামলা দায়ের করেন।
এর আগে, দেশটিতে কয়েকবার বিষয়টি নিয়ে উত্তেজনা তৈরি হয়েছিলো। দ্য হেরাল্ড নামক একটি ক্যাথলিক পত্রিকা এই শব্দটি ব্যবহারের অধিকার নিয়ে সরকারের কাছে মামলা দায়ের করেছিলো। ২০০৯ সালে নিম্ন আদালত দ্য হেরাল্ডের পক্ষে রায় দিলে দেশটিতে মুসলিম-খ্রিস্টান সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়। কয়েকডজন চার্চ ও মসজিদে হামলা হয়। ২০১৩ সালে আপিল কোর্ট পুনরায় নিষেধাজ্ঞার পক্ষে রায় দেয়।
সূত্রঃ বিবিসি