মালয়েশিয়ায় শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব- ১৯ মেয়েদের টি২০ বিশ্বকাপ

আগামী ১৮ জানুয়ারি ২০২৫ থেকে মালয়েশিয়ায় শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব ১৯ মেয়েদের টি২০ বিশ্বকাপ। মোট ১৬ টি দল অংশ নিচ্ছে এবারের বিশ্বকাপে। চারটি গ্রুপে ভাগ হয়ে খেলা শুরু হবে। এখান থেকে তিনটি করে দল আবার ২টি গ্রুপে বিভক্ত হয়ে সুপার সিক্স খেলবে। সুপার সিক্সের ২ গ্রুপের শীর্ষ ৪দল খেলবে সেমিফাইনালে। ২ ফেব্রুয়ারিতে হবে টুর্নামেন্টের ফাইনাল।
বাংলাদেশের মেয়েরা রয়েছে ডি গ্রুপে। এই গ্রুপের অন্য দল গুলো হলো অস্ট্রেলিয়া, নেপাল ও স্কটল্যান্ড। বাংলাদেশের ম্যাচ ১৮, ২০ ও ২২ তারিখে যথাক্রমে নেপাল, অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে। ২০২৪ এর ডিসেম্বরে এশিয়া কাপে রানার্সআপ হয়েছিল
সুমাইয়ার দল। তার নেতৃত্বে দল বিশ্বকাপেও ভালো কিছু করবে এটাই প্রত্যাশা। সুমাইয়া ও তার দলের জন্যে অনেক শুভকামনা।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল:
সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আশিমা ইরা, ফাহমিদা ছোয়া, ফারিয়া আক্তার, হাবিবা ইসলাম পিংকি, জান্নাতুল ইসলাম মাওয়া, জুয়াইরিয়া ফেরদৌস, লাকি খাতুন, আনিসা আক্তার সোবা, মোসাম্মৎ ইভা, ফারজানা ইয়াসমিন, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, সাদিয়া আক্তার ও সাদিয়া ইসলাম।