মালয়েশিয়া প্রবাসীদের ভালোবাসায় মুগ্ধ অনন্ত -বর্ষা

দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের প্রেক্ষাগৃহেও রেকর্ড সংখ্যক দর্শক টানছে অনন্ত জলিল অভিনীত ‘দিন: দ্য ডে’ সিনেমাটি। শুরুটা হয়েছে প্রথম দিন থেকেই। ১৬ সেপ্টেম্বর মালয়েশিয়ায় মুক্তি পায় এই ছবি। সেদিন পর্দায় অনন্তকে দেখতে প্রেক্ষাগৃহে ভিড় জমায় অগণিত প্রবাসী। ফলস্বরূপ সকল রেকর্ড ভেঙে দেশটিতে ইতিহাস গড়ে দিল সিনেমাটি।
মুক্তির দিন কুয়ালালামপুর টুইন টাওয়ারের টিজিভি সিনেমা হলে প্রদর্শিত হয় ‘দিন: দ্য ডে’। প্রবাসী বাংলাদেশিরা বানের স্রোতের মতো হুমড়ি খেয়ে পড়ে চলচ্চিত্রটি দেখতে।
এদিন দর্শক চাহিদা মাথায় রেখে একসঙ্গে ৮টি স্ক্রিনে প্রচার করা হয় বিশাল বাজেটে নির্মিত এই ছবি যা মালয়েশিয়ার ইতিহাসে এই প্রথম। শুধু কুয়ালামপুরেই মুগ্ধতা ছড়ায়নি ‘দিন: দ্য ডে’। দেশটির আরও ১৫টি প্রেক্ষাগৃহে উন্মুক্ত করা হয়েছে এই ছবি।(১৮সেপ্টেম্বর) জহুর বারুর সিটি স্কয়ারের এম এম সিনেপ্লেক্সে উপস্থিত দর্শকদের জন্য বাড়তি পাওনা হিসেবে থেকেছেন অনন্ত জলিল ও বর্ষা।
দর্শকদের সঙ্গে করমর্দন করেন অনন্ত। বর্ষাকে এক নজর দেখার জন্য হুমড়ি খেয়ে পড়েন জোহর প্রদেশের প্রবাসীরা। প্রবাসীদের সাথে বর্ষাও সেলফি তুলেন।প্রিয় অভিনেতা অনন্ত প্রিয় অভিনেত্রী বর্ষাকে কাছে পেয়ে আনন্দে মেতে প্রবাসীরা। প্রবাসীদের ভালোবাসা পেয়ে মুগ্ধ অনন্ত-বর্ষা।
মালয়েশিয়া প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। প্রবাসীদের নিয়ে ছবি নির্মাণের ঘোষণা ও দেন অনন্ত।