মালয়েশিয়ার তরুণদের ‘তিন শূন্য’র পৃথিবী সৃষ্টির আহ্বান জানালেন প্রফেসর ইউনূস

মালয়েশিয়ার প্রখ্যাত বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া (ইউপিএম)-এর ৪৬তম সমাবর্তন অনুষ্ঠান এবং কেদার রাজ্যের আলবুখারী আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিয়েছেন নোবেল লরিয়েট প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এ উপলক্ষ্যে ড. ইউনূস গত ২৪ নভেম্বর চার দিনের সফরে মালয়েশিয়া গমন করেন।
মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলির রেংকিং ২য় স্থানের অধিকারী ইউ পি এম দেশটির ঐতিহ্যবাহী এই বিশ্ববিদ্যালয়টি তার এই সমাবর্তন অনুষ্ঠানে প্রফেসর ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রীতে ভূষিত করে। বুধবার ঢাকাস্থ ইউনূস সেন্টারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া’র সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সেলাংগর রাজ্যের অধিকর্তা। ঐদিনই সন্ধায় প্রফেসর ইউনূস তাঁর সম্মানে সেলাংগর রাজ্যের মূখ্যমন্ত্রী দাতো সেরি হাজী আমিরুদ্দিন শারি আয়োজিত এক ভোজসভায় যোগ দেন। মূখ্যমন্ত্রী তাঁর রাজ্যে দরিদ্রদের জন্য কীভাবে গ্রামীণ ব্যাংক মডেলে একটি ক্ষুদ্রঋণ ব্যাংক গঠন করা যায় সে বিষয়ে প্রফেসর ইউনূসের পরামর্শ চান। প্রফেসর ইউনূস ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া আয়োজিত একটি জন-বক্তৃতা অনুষ্ঠানে ভাষণ দেন যেখানে তিনি তাঁর ‘তিন শূন্য’ অর্থাৎ শূন্য বৈশ্বিক উষ্ণায়ন, শূন্য সম্পদ কেন্দ্রীকরণ ও শূন্য বেকারত্বের ধারণা ব্যাখ্যা করেন।
এছাড়াও এই সফরে প্রফেসর ইউনূস ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ায় একটি ‘ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার’ উদ্বোধন করেন। ২০১৯ সালে তাঁর এই বিশ্ববিদ্যালয় সফরের সময় এই সেন্টারটি প্রতিষ্ঠার ঘোষণা দেয়া হয়েছিল। ২৬ নভেম্বর প্রফেসর ইউনূস কেদাহ্ রাজ্যের আলোর সেতার-এ অবস্থিত আলবুখারী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২য় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।